লুক ভূমিকা

ভূমিকা
সাধু লুকের লেখা সুসমাচারে যীশুকে একই সঙ্গে ইসরায়েলের প্রতিশ্রুত পরিত্রাতা এবং সমগ্র মানব জাতির পরিত্রাতারূপে দেখান হয়েছে। লুকের দেওয়া বিবরণে আছে, “দীন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারের জন্য” প্রভু পরমেশ্বরের আত্মা যীশুকে আহ্বান করেছিলেন। এই সুসমাচারটি সর্বপ্রকারের অভাবী মানুষের কথায় পূর্ণ। সাধু লুকের রচনায় আনন্দের সুরও শোনা যায়, বিশেষ করে প্রথম অধ্যায়ে যখন যীশুর আগমন বার্তা ঘোষিত হচ্ছে এবং সমাপ্তি অধ্যায়ে যীশু যখন স্বর্গারোহণ করছেন। খ্রীষ্টের স্বর্গারোহণের পর খ্রীষ্টীয় বিশ্বাসের সূচনা ও বিস্তারের কাহিনী এই একই লেখক লিখে গেছেন ‘প্রেরিত শিষ্যদের কার্যবিবরণ’ পুস্তকে।
2য় এবং 6ষ্ঠ অধ্যায়ে (নীচে বিষয়বস্তুর রূপরেখা দ্রষ্টব্য) অনেক ঘটনার বিবরণ আছে যা শুধুমাত্র এই সুসমাচারেই আছে। যেমন স্বর্গদূতদের সঙ্গীতের কাহিনী এবং যীশুর জন্মের সময় দর্শনার্থী মেষপালকদের গল্প, মন্দিরে বালক যীশু, কে আমার প্রতিবেশী (দয়ালু শমরীয়) এবং হারানো পুত্রের উপাখ্যান। সমগ্র সুসমাচারে প্রার্থনা, পবিত্র আত্মা, যীশুর সেবাব্রতে নারীর ভূমিকা এবং ঈশ্বরের পাপ ক্ষমা সম্বন্ধে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-4
বাপ্তিষ্মদাতা যোহন ও যীশুর জন্ম ও বাল্যকাল 1:5—2:52
বাপ্তিষ্মদাতা যোহনের সেবাব্রত 3:1-20
যীশুর বাপ্তিষ্ম ও প্রলোভন 3:21—4:13
গালীলে যীশুর জনকল্যাণ ব্রত 4:14—9:50
গালীল থেকে জেরুশালেম 9:51—19:27
জেরুশালেম ও জেরুশালেমের কাছে শেষ সপ্তাহের ঘটনা 19:28—23:56
প্রভুর পুনরুত্থান, আবির্ভাব এবং স্বর্গারোহণ 24:1-53

醒目顯示

分享

複製

None

想在你所有裝置上儲存你的醒目顯示?註冊帳戶或登入