লুক 18
18
বিধবা ও বিচারকের উপাখ্যান
1যীশু তখন তাঁদের শিক্ষা দেবার জন্য এই উপাখ্যানটি বললেন যেন তাঁরার নিরুৎসাহ না হয়ে সব সময় প্রার্থনা করে।#রোমীয় 12:12; কল 4:2; ১ থিষ 5:17 2তিনি বললেন, কোন নগরে একজন বিচারক ছিলেন, তিনি ঈশ্বরকেও ভয় করতেন না, মানুষকেও গ্রাহ্য করতেন না। 3সেই নগরেই একজন বিধবা স্ত্রীলোক ছিল। সে বার বার তাঁর কাছে এসে আবেদন জানাত, ‘আমার প্রতিবাদীর বিরুদ্ধে আমার অভিযোগের সুবিচার করুন।’ 4কিছুদিন তিনি তাকে ফিরিয়ে দিলেন কিন্তু শেষে ভাবলেন, ‘যদিও ঈশ্বরকে আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না। 5কিন্তু এই বিধবা আমাকে ভীষণ জ্বালাতন করছে। কাজেই আমাকে তার সুবিচারের ব্যবস্থা করতে হবে, নইলে বার বার সে এসে আমাকে বিরক্ত করবে।’#লুক 11:7-8 6প্রভু বললেন, ঐ বিচারক কি বলেন শোন। 7তাহলে যারা ঈশ্বরের মনোনীত লোক, যারা দিনরাত তাঁর কাচে কাতর আবেদন জানাচ্ছে, তাদের বিষয়ে কি তিনি সুবিচার করবেন না? তিনি কি এই ব্যাপারে দেরী করবেন? 8তোমাদের আমি বলছি, অতি শীঘ্রই তিনি তাদের সুবিচারের ব্যবস্থা করবেন। কিন্তু মানবপুত্র যখন আসবেন, তখন কি তিনি পৃথিবীতে এই বিশ্বাসে খুঁজে পাবেন?
ফরিশী ও কর-আদায়কারীর উপাখ্যান
9যারা নিজেদের ধার্মিক বলে বিশ্বাস করত এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করত, তাদের উদ্দেশ্যে যীশু আর একটি উপাখ্যান বললেন, 10দুজন লোক মন্দিরে গেল প্রার্থনা করতে। একজন ফরিশী ও অন্যজন কর-আদায়কারী। 11সেই ফরিশী দাঁড়িয়ে এইভাবে প্রার্থনা করতে লাগল, ‘হে ঈশ্বর, তোমায় আমি কৃতজ্ঞতা জানাই যে, আমি অত্যাচারী, অসাধু লোকদের মত ব্যভিচারী কিম্বা ঐ কর-আদায়কারীর মত নই।#যিশা 58:2-3; লুক 16:15 12আমি সপ্তাহে দুবার উপবাস করি, আমার সমস্ত আয়ের দশমাংশ আমি দান করি।’#মথি 23:23 13কিন্তু সেই কর-আদায়কারী আকাশের দিকে তাকাতে পর্যন্ত পারল না। দূরে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে লাগল, ‘হে ঈশ্বর, এই পাপীকে দয়া কর।’#গীত 51:1-4 14তোমাদের আমি বলছি, ঐ ফরিশীর চেয়ে বরং এই ব্যক্তিই ধার্মিক প্রতিপন্ন হয়ে নিজের ঘরে ফিরে গেল। যে নিজের গৌরব করে, তাকে নত করা হবে কিন্তু যে নিজেকে নত করে, সে গৌরবান্বিত হবে।#লুক 14:11; মথি 23:12; যিহি 21:26
শিশুদের প্রতি যীশুর অনুপম দেহ
(মথি 19:13-15; মার্ক 10:13-16)
15জনতা শিশুদেরও তাঁর কাছে নিয়ে আসতে লাগল, যেন তিনি তাদের স্পর্শ করেন। শিষ্যেরা এই দেখে তাদের তিরস্কার করতে লাগলেন।#মথি 19:13-15; মার্ক 10:13-16 16কিন্তু যীশু তাদের ডেকে বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না ওদের। ঈশ্বরের রাজ্য এদের মত লোকদের জন্যই। 17তোমাদের আমি সত্যিই বলছি, শিশুর মত হয়ে যে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে সেখানে কখনও প্রবেশ করতে পারবে না।#মথি 18:3
ধনবান ও ঈশ্বরের রাজ্য
(মথি 19:16-30; মার্ক 10:17-31)
18একজন ইহুদী সমাজপতি তাঁকে জিজ্ঞাসা করলেন, সদ্গুরু, কি করলে আমি শাশ্বত জীবনের অধিকারী হব?#মথি 19:16-29; মার্ক 10:17-30 19যীশু তাঁকে বললেন, তুমি আমাকে সৎ বলছ কেন? একমাত্র ঈশ্বর ছাড়া সৎ আর কেউ নেই। 20ঈশ্বরের আজ্ঞাগুলি তুমি জানঃ ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতামাতাকে সম্মান কর।’#যাত্রা 20:12-16; দ্বি.বি. 5:16-20 21তিনি বললেন, এ সব আজ্ঞা তো আমি ছোটবেলা থেকেই পালন করে আসছি। 22এ কথা শুনে যীশু তাঁকে বললেন, এখনও তোমার একটি জিনিসের অভাব রয়েছে। তোমার যা কিছু আছে, সমস্ত বিক্রী করে গরীবদের বিলিয়ে দাও, তাহলে স্বর্গে তোমার ধন সঞ্চিত হবে। তারপর এস, আমার অনুসরণ কর।#মথি 6:20 23এ কথা শুনে সে খুব দুঃখিত হল, কারণ সে ছিল বিরাট ধনী ব্যক্তি। 24যীশুর তার দিকে চেয়ে বললেন, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন! 25একজন ধনী ব্যক্তির ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সূচের ছিদ্র পথে একটি উটের পেরিয়ে যাওয়া সহজ। 26যারা এ কথা শুনল তারা জিজ্ঞাসা করল, তাহলে পরিত্রাণ কে পাবে? 27তিনি বললেন, মানুষের পক্ষে যা অসম্ভব, ঈশ্বরের পক্ষে তা সম্ভব। 28পিতর তাঁকে বললেন, দেখুন, আমরা আমাদের ঘর-বাড়ি ছেড়ে আপনার অনুসরণ করছি। 29যীশু তাঁদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ঈশ্বরের রাজ্যের জন্য যারা ঘর-বাড়ি, স্ত্রী-পুত্র, মা-বাবা, ভাইকে ত্যাগ করেছে,#লুক 14:26 30তারা সকলেই ইহজীবনে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে।
নিজের মৃত্যুর বিষয়ে যীশুর তৃতীয়বার ভবিষ্যদ্বাণী
(মথি 20:17-19; মার্ক 10:32-34)
31যীশু তাঁর বারোজন শিষ্যকে একান্তে নিয়ে গিয়ে তাঁদের বললেন, দেখ, এখন আমরা জেরুশালেমে যাচ্ছি, মানবপুত্রের সম্বন্ধে নবীরা যা কিছু লিখে গেছেন, সেই সমস্তই এবার পূর্ণ হবে।#মথি 20:17-19; মার্ক 10:32-34 32অ-ইহুদীদের হাতে তাঁকে সমর্পণ করা হবে। তারা তাঁকে বিদ্রূপ করবে, গায়ে থুতু দেবে,#লুক 9:22-44; 17:25 33কশাঘাত করবে, তারপর তাঁকে হত্যা করবে। তৃতীয় দিনে তিনি পুনরুজ্জীবিত হবেন।#মার্ক 9:31 34তাঁরা কিন্তু এসব কথার অর্থ বুঝতে পারলেন না। তাঁর এই কথা তাঁদের কাছে রহস্যাবৃত হয়ে রইল, যে কথা বলা হল কেউ তা হৃদয়ঙ্গম করতে পারলেন না।#মার্ক 9:32; লুক 9:45; যোহন 12:16
এক অন্ধ ভিখারীকে দৃষ্টিদান
(মথি 20:29-34; মার্ক 10:46-52)
35তিনি যখন যেরিকো নগরের কাছাকাছি এসেছেন, এক অন্ধ ভিখারী তখন পথের ধারে বসে ভিক্ষা করছিল।#মথি 20:29-34; মার্ক 10:46-52 36জনতার চলার শব্দ শুনে সে কি ব্যাপার জানতে চাইল। 37লোকে তাকে বলল, নাসরতের যীশু আসছেন। 38তখন সে চীৎকার করে বলে উঠল, হে যীশু, দাউদ-সন্তান, আমার প্রতি দয়া করুন। 39সামনে যারা ছিল, তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদ-সন্তচান, আমার প্রতি দয়া করুন। 40যীশু সেখানে থেমে দাঁড়ালেন, আদেশ দিলেন তাকে তাঁর কাছে আনতে। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, 41তুমি কি চাও? তোমার জনে আমি কি করব? সে বলল, প্রভু আমি যেন দেখতে পাই। 42যীশু তাকে বললেন, দৃষ্টিলাভ কর, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল।#লুক 7:50; 17:19 43সঙ্গে সঙ্গে সে দৃষ্টিলাভ করল এবং ঈশ্বরের মহিমা কীর্তন করতে করতে তাঁর পিছন পিছন চলল। এই দেখে সমস্ত লোক ঈশ্বরের স্তুতি করতে লাগল।
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.