YouVersion 標誌
搜尋圖標

যোহন 18

18
যীশুর গ্রেপ্তার বরণ
(মথি 26:47-56; মার্ক 14:43-50; লুক 22:47-53)
1প্রার্থনা নিবেদনের পর যীশু তাঁর শিষ্যদের নিয়ে কিদ্রোণ উপত্যকা পেরিয়ে একটি বাগানে চলে গেলেন।#মথি 26:36; মার্ক 14:32; লুক 22:39; ২ শমু 15:23 2বিশ্বাসঘাতক যিহুদা সি জায়গাটির কথা জানত কারণ যীশু প্রায়ই সেখানে তাঁর শিষ্যদের সঙ্গে মিলিত হতেন।#মথি 26:4-45; মার্ক 14:43-52; লুক 22:47-53; লুক 21:37 3তাই যিহুদা প্রধান পুরোহিত এবং ফরিশীদের প্রেরিত মন্দিরের কিছু প্রহরী এবং একদল রোমীয় সৈন্য সঙ্গে নিয়ে সেই বাগানে গেল। তাদের হাতে ছিল মশাল, লন্ঠন ও অস্ত্রশস্ত্র। 4আসন্ন ঘটনার কথা জেনেই যীশু তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজছ তোমরা?#যোহন 19:28
5তারা বলল, নাসরতের যীশুকে। যীশু বললেন, আমিই সেই। বিশ্বাসঘাতক যিহুদা সেখানে তাদেরই সঙ্গে দাঁড়িয়েছিস। 6‘আমিই সেই’ একথা যীশু বলতেই তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। 7যীশু আবার তাদের জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজছ তোমরা? তারা বলল, নাসরতের যীশুকে।
8যীশু তাদের বললেন, আমি তো বললাম তোমাদের, আমিই সেই ব্যক্তি। আমাকেই যদি চাও তাহলে এদের সবাইকে যেতে দাও। 9‘তুমি আমায় যাদের দিয়েছ একজনকেও আমি হারাই নি'- যীশু তাঁর প্রার্থনার এই বাণী পূর্ণ করার জন্যই একথা বলেছিলেন।#যোহন 17:12।
10শিমোন পিতরের কাছে ছিল একটি তরবারি। সেই তরবারি বের করে তিনি প্রধান পুরোহিতের ক্রীতদাস মল্কাসের কান কেটে ফেললেন। 11যীশু পিতরকে বললেন, কোষে রাখ তোমার তরবারি। এ পানপাত্র আমার পিতার দান, তা থেকে কি আমি পান করব না?#মথি 26:39
হাননের সম্মুখে যীশু
12সেনাপতিসহ সৈন্যদল এবং ইহুদী প্রহরীরা যীশুকে গ্রেপ্তার করে বেঁধে ফেলল।#মথি 26:57-75; মার্ক 14:53-72; লুক 22:54-71 13প্রথমে তারা যীশুকে নিয়ে গেল হাননের কাছে। কারণ হানন ছিলেন সেই বছরের জন্য নিযুক্ত প্রধান পুরোহিত কায়াফার শ্বশুর। 14এই কায়াফাই ইহুদীদের পরামর্শ দিয়েছিল যে, সমগ্র জাতির স্বার্থে বরং একজনের মৃত্যুই শ্রেয়।#যোহন 11:49-50
যীশুকে পিতরের অস্বীকার
(মথি 26:69-75; মার্ক 14:66-72; লুক 22:55-62)
15শিমোন পিতর ও আর একজন শিষ্য যীশুর অনুসরণ করলেন। অন্য শিষ্যটি প্রধান পুরোহিতের পরিচিত ছিলেন বলে যীশুর সঙ্গেই তিনি প্রধান পুরোহিতের গৃহপ্রাঙ্গণে প্রবেশ করলেন।#যোহন 13:23; 19:26; 20:2; 21:7-20 16পিতর দাঁড়িয়ে রইলেন সদর দরজায় বাইরে। প্রধান পুরোহিতের পরিচিত সেই শিষ্যটি তাই আবার বাইরে বেরিয়ে এসে দ্বাররক্ষী দাসীকে বলে পিতরকে ভেতরে নিয়ে এলেন। 17সেই দাসী তখন পিতরকে বলল, তুমি ঐ লোকটার একজন শিষ্য না? তিনি বললেন, কই, না তো!
18শীতের দরুণ প্রহরী ও ভৃত্যেরা মিলে কাঠকয়লার আগুন জ্বেলে চারদিকে ঘিরে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিল। পিতরও সেখানে তাদের সঙ্গে আগুন পোয়াতে লাগলেন।
19প্রধান পুরোহিত হানন যীশুকে তাঁর শিষ্যদের সম্বন্ধে ও তাঁর প্রদত্ত শিক্ষা সম্বন্ধে জেরা করতে লাগলেন। 20যীশু বললেন, আমি সারা জগতের সামনে প্রকাশ্যে শিক্ষা দিয়েছি, মন্দিরে এবং সমাজভবনে যেখানে ইহুদীরা সমবেত হয় সেইখানেই আমি শিক্ষা দিয়েছি। গোপনে কিছুই বলিনি।#লুক 22:53; যোহন 7:14-26; মথি 26:55 21সুতরাং আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমার শ্রোতাদের জিজ্ঞাসা করুন তাদের আমি কি বলেছি! আমি কি বলেছি তারা জানে।
22যীশু এ কথা বললে পাশেই দাঁড়িয়ে থাকা প্রহরীদের একজন তাঁর গালে চড় মেরে বলল, প্রধান পুরোহিতকে এ ভাবে উত্তর দিতে হয়?#যোহন 19:3; প্রেরিত 23:2
23যীশু বললেন, আমি যদি অন্যায় কথা বলে থাকি তাহলে তার প্রমাণ দাও। কিন্তু আমার কথা যদি ন্যায়সঙ্গত হয় তাহলে আমায় মারছ কেন?
24হানন তখড় যীশুকে বন্দী অবস্থায়ই প্রধান পুরোহিত কায়াফার কাছে পাঠিয়ে দিলেন।
25পিতর তখনও দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছিলেন। সেখানকার লোকেরা তাঁকে বলল, তুমিও তো ওর একজন শিষ্য, তাই নয় কি? কিন্তু পিতর অস্বীকার করলেন, বললেন, না, না আমি নই।
26প্রধান পুরোহিতের ক্রীতদাসের মধ্যে একজন ছিল সেই লোকটার আত্মীয়, যার কান পিতর কেটে দিয়েছিলেন, সে জোর করে বলল, বলছ কি? তোমাকে আমি বাগানে ওর সঙ্গে দেখি নি?
27পিতর সে কথা আবার অস্বীকার করলেন। ঠিক তখনই মোরগ ডেকে উঠল।
পীলাতের দরবারে যীশু
(মথি 27:1-2,11-14; মার্ক 15:1-5; লুক 23:1-5)
28ভোর বেলায় কায়াফার কাছ থেকে যীশুকে নিয়ে যাওয়া হল রাজ্যপালের প্রাসাদে। ইহুদীরা অশুচি হবে এবং তারণোৎসবের ভোজ খেতে পারবে না এই ভয়ে তারা নিজেরা প্রাসাদে ঢুকল না।#মথি 27:2,11-30; মার্ক 15:1-19; লুক 23:1-25 29তাই পীলাত বাইরে তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ?
30তারা বলল, এ যদি দুষ্কৃতকারী না হত তাহলে একে আপনার কাছে আনতাম না।
31পীলাত তাদের বললেন, তোমরাই একে নিয়ে যাও এবং তোমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী এর বিচার কর। ইহুদীরা বলল, কিন্তু কাউকে মৃত্যুদণ্ড দেবার ক্ষমতা আমাদের নেই।#যোহন 19:6; প্রেরিত 18:15 32কি ধরণের মৃত্যু তাঁকে বরণ করতে হবে, সে সম্বন্ধে যীশু যেকথা বলেছিলেন, এভাবে তা সফল হল।#মথি 20:19
33পীলাত তখন প্রাসাদের মধ্যে ফিরে গিয়ে যীশুকে ডাকিয়ে আনলেন। তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের রাজা?
34যীশু বললেন, এ কি আপনার নিজের কথা, না অন্যেরা আমার সম্বন্ধে এ কথা আপনাকে বলেছে?#মথি 16:13
35পীসাত বললেন, আমি কি ইহুদী? তোমার স্বজাতি ও পুরোহিত প্রধানেরাই তো তোমাকে আমার কাছে হাজির করেছে। কি করেছ তুমি?#যোহন 1:11; মথি 21:39
36যীশু বললেন, আমার রাজ্য এ জগতের নয়। তা যদি হত তাহলে আমার অনুচরেরা সংগ্রাম করত এবং আমি ইহুদীদের হাতে ধরা পড়তাম না। প্রকৃতপক্ষে আমার রাজ্য এখানে নয়।#যোহন 6:15
37পীলাত তখন বললেন, তাহলে তুমিও একজন রাজা। যীশু বললেন, আপনিই বলছেন আমি রাজা। সত্যের পক্ষে সাক্ষ্যদান করতেই আমি জন্মেছি এবং এই উদ্দেশ্যেই জগতে আমার আগমন। সত্যাশ্রয়ী যারা, তারা আমার কথা শুনবে।#১ তিম 6:13; যোহন 8:47; 10:27
38পীলাত তাঁকে জিজ্ঞাসা করলেন, সত্য কি? এ কথা বলেই পীলাত আবার বাইরে ইহুদীদের কাছে চলে গেলেন। তাদের বললেন, আমি এর কোন দোষ দেখছি না। 39তোমাদেরই প্রথা অনুযায়ী তারণোৎসবের সময় আমি একজন বন্দীকে মুক্তিদান করে থাকি। তোমরা যদি চাও, এই ‘ইহুদীদের রাজা'কে আমি মুক্তি দেব।
40তারা সমস্বরে চীৎকার করে উঠল, ওকে নয়, আমরা চাই বারাব্বাসকে। সেই বারাব্বাস ছিল একজন দস্যু।

醒目顯示

分享

複製

None

想在你所有裝置上儲存你的醒目顯示?註冊帳戶或登入