আদিপুস্তক 15

15
অব্রামের সঙ্গে ঈশ্বরের সম্বন্ধ স্থাপন
1এই সব ঘটনার পরে দিব্যদর্শনের মাধ্যমে প্রভু পরমেশ্বরের এই অভয় বাণী এই অব্রামের কাছে উপস্থিত হলঃ অব্রাম তুমি ভয় করো না, আমিই তোমার ঢালস্বরূপ। মহৎ পুরস্কারে পুরস্কৃত হবে তুমি। 2অব্রাম বললেন, হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে কি আর দান করবে? আমি নিঃসন্তান অবস্থায় দিন যাপন করছি। দামাস্কাসের এলিয়েষর আমার পরিবারের উত্তরাধিকারী। 3প্রভু, তুমি আমাকে কোন সন্তান দাও নি, আমার পরিবারে জাত একজন ক্রীতদাসই হবে আমার উত্তরাধিকারী। 4তখন প্রভু পরমেশ্বরের এই বাণী তাঁর কাছে উপস্থিত হলঃ ঐ ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না, তোমার ঔরসজাত সন্তানই হবে তোমার উত্তরাধিকারী। 5প্রভু পরমেশ্বর তাঁকে বাইরে নিয়ে এসে বললেন, আকাশের দিকে তাকাও আর যদি পার তো নক্ষত্ররাজির সংখ্যা গণনা কর। তোমার বংশধরেরাও হবে এই নক্ষত্ররাজির মত অগণিত।#রোমীয় 4:18; হিব্রু 11:12 6অব্রাম প্রভু পরমেশ্বরের উপর আস্থা স্থাপন করলেন। প্রভুর কাছে এই আস্থাই তাঁর সৎকর্ম বলে গণ্য হল।#রোমীয় 4:3; গালা 3:6; যাকোব 2:23 7প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, আমিই সেই প্রভু পরমেশ্বর, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয়দের উর নগর থেকে তোমাকে বের করে এনেছেন। 8অব্রাম বললেন, হে প্রভু পরমেশ্বর, আমি যে এই দেশের অধিকারী হব, তা কি করে জানব? 9প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, তিন বছর বয়সের একটি গাভী, একটি ছাগ ও একটি মেষ এবং তার সঙ্গে একটি ঘুঘু ও একটি কপোত শাবক আমার কাছে নিয়ে এস।
10অব্রাম সেগুলি তাঁর কাছে আনলেন এবং কেটে দুখণ্ড করে পাশাপাশি রাখলেন। কিন্তু পাখিগুলিকে তিনি কেটে দুখণ্ড করলেন না। 11মাংসাশী পাখির দল সেই মৃতদেহগুলির উপর নেমে এলে অব্রাম তাদের তাড়িয়ে দিতে লাগলেন। 12সূর্যাস্তের সময় অব্রাম গভীর নিদ্রায় মগ্ন হলেন। মহাত্রাস আচ্ছন্ন করল তাঁকে। 13প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, তুমি নিশ্চিত জেন যে তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী হয়ে থাকবে। তারা হবে ক্রীতদাস, চারশো বছর ধরে তারা হবে নির্যাতিত। 14কিন্তু যে জাতির দাসত্ব তারা করবে, তাদের বিচার আমি করব এবং পরবর্তীকালে তারা বিপুল ধনসম্পদসহ সেই দেশ থেকে বেরিয়ে আসবে।#যাত্রা 12:40-41; প্রেরিত 7:7 15আর তুমি পরম শান্তিতে তোমার পিতৃপুরুষের কাছে প্রয়াণ করবে, পরিণত বার্ধক্যে তুমি সমাধিপ্রাপ্ত হবে। 16চতুর্থ পুরুষে তোমার বংশধরেরা আবার এ দেশে ফিরে আসবে। কারণ ইমোরীদের অধর্মাচরণ এখনও সম্পূর্ণ হয় নি।
17সূর্যাস্তের পর অন্ধকার নেমে এলে একটি ধূমায়মান অগ্নিভাণ্ড এবং একটি জ্বলন্ত মশাল দ্বিখণ্ডিত দেহগুলির মাঝখান দিয়ে চলে গেল। 18সেদিন প্রভু পরমেশ্বর অব্রামের সঙ্গে সন্ধিচুক্তি স্থাপন করে বললেন, মিশরের নদী থেকে মহানদ ফরাৎ (ইউফ্রেটিস) পর্যন্ত বিস্তৃত এই দেশ আমি তোমার বংশধরদের দিলাম।#প্রেরিত 7:5 19কেনী, কেনিষী, কদমোনী এবং হিত্তীয়, পেরিষীয়, রেফায়িম, ইমোরী, কনানী, 20-21গিরগাশী ও যিবুষী উপজাতি সমূহের দেশ আমি তাদের দিলাম।

醒目顯示

分享

複製

None

想在你所有裝置上儲存你的醒目顯示?註冊帳戶或登入