প্রার্থনা预览

প্রার্থনা

3天中的第1天

প্রত্যেক খ্রীষ্টিয়ানের জন্য প্রার্থনাকে দেহের শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতন একটি বিষয় হিসাবে মনে করা হয়ে থাকে; যা না করার চেয়ে করাটা অনেক বেশী জরুরী। আমরা ভিন্ন ভিন্ন কারণে ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি। আমরা বলতে পারি যে, প্রার্থনা হলো ঈশ্বরকে সেবা করা এবং তাঁকে মান্য করার একটি আকার বা রূপমাত্র । আমরা প্রার্থনা করি, কারণ ঈশ্বর আমাদের তা করতে নির্দেশ দিয়েছেন । খ্রীষ্ট এবং প্রাথমিক মন্ডলীর মধ্য দিয়ে প্রার্থনা আমাদের জীবনের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে (মার্ক ১:৩৫; প্রেরিত ১:১৪: ২:৫৩; ৩:১: ৪:২৩-৩১; ৬:৪; ১৩:১-৩ পদ)।

যেহেতু, যীশু এভাবে চিন্তা করেন যে, প্রার্থনা ব্যক্তি জীবনের জন্য খুবই প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি বিষয় সেহেতু আমাদেরও তদ্রূপ চিন্তা করা দরকার। যীশু, স্বয়ং ঈশ্বর হওয়া সত্ত্বেও, ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য, যদি তাঁর প্রার্থনা করার প্রয়োজনটা হয়ে থাকে তাহলে আমাদের আরও কতই না বেশী করে প্রার্থনা করা দরকার।

读经计划介绍

প্রার্থনা

আর হান্না নাম্নী এক ভাববাদিনী ছিলেন, তিনি পনূয়েলের কন্যা, আশের বংশজাত; তাঁহার অনেক বয়স হইয়াছিল, তিনি কুমারী অবস্থার পর সাত বৎসর স্বামীর সহিত বাস করেন, আর চুরাশি বৎসর পর্যন্ত বিধবা হইয়া থাকেন, তিনি ধর্মধাম হইতে প্রস্থান না করিয়া উপবাস ও প্রার্থনা সহকারে রাত দিন উপাসনা করিতেন। তিনি সেই দণ্ডে উপস্থিত হইয়া ঈশ্বরের ধন্যবাদ করিলেন, এবং যত লোক যিরূশালেমের মুক্তির অপেক্ষা করিতেছিল, তাহাদিগকে যীশুর কথা বলিতে লাগিলেন।

More