1
আদিপুস্তক 4:7
পবিএ বাইবেল CL Bible (BSI)
রক্তবর্ণ কেন তোমার মুখ? সদাচরণ কর, তাহলে তুমিও গ্রাহ্য হবে। যদি সদাচরণ না কর তাহলে পাপ তোমাকে গ্রাস করবে। তোমার দ্বারে সে ওৎ পেতে রয়েছে, কিন্তু তাকে তোমার বশে আনতে হবে।
موازنہ
تلاش আদিপুস্তক 4:7
2
আদিপুস্তক 4:26
পরে শেথ-এরও একটি পুত্র হল। তিই তার নাম রাখলেন ইনোশ। তখন থেকে লোকে সরাসরি প্রভু পরমেশ্বরের নামে আরাধনা করতে লাগল।
تلاش আদিপুস্তক 4:26
3
আদিপুস্তক 4:9
পরে প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলল, আমি জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী?
تلاش আদিপুস্তক 4:9
4
আদিপুস্তক 4:10
প্রভু বললেন, তুমি এ কি করেছ? ভূমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে আর্তনাদ করছে।
تلاش আদিপুস্তক 4:10
5
আদিপুস্তক 4:15
না, তা হবে না। কয়িনকে যে হত্যা করবে, সাতগুণ প্রতিফল দেওয়া হবে তাকে প্রভু কয়িনের দেহে এক প্রতীক চিহ্ন এঁকে দিলেন যাতে এই চিহ্ন দেখলে কেউ তাকে হত্যা না করে।
تلاش আদিপুস্তক 4:15
صفحہ اول
بائبل
مطالعاتی منصوبہ
Videos