1
যোহনলিখিত সুসমাচার 15:5
পবিত্র বাইবেল
“আমিই আঙ্গুরলতা, আর তোমরা শাখা। যে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পার না।
Порівняти
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:5
2
যোহনলিখিত সুসমাচার 15:4
তোমরা আমার সঙ্গে সংযুক্ত থাক, আর আমিও তোমাদের সঙ্গে সংযুক্ত থাকব। শাখা যেমন আঙ্গুর লতার সঙ্গে সংযুক্ত না থাকলে ফল ধরতে পারে না, তেমনি তোমরাও আমার সঙ্গে সংযুক্ত না থাকলে ফলবন্ত হতে পারবে না।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:4
3
যোহনলিখিত সুসমাচার 15:7
যদি তোমরা আমাতে থাক, আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যা ইচ্ছা কর, তা পাবে।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:7
4
যোহনলিখিত সুসমাচার 15:16
“তোমরা আমায় মনোনীত করনি, বরং আমিই তোমাদের মনোনীত করেছি। আমি তোমাদের নিয়োগ করেছি যেন তোমরা যাও ও ফলবন্ত হও, আর তোমাদের ফল যেন স্থায়ী হয় এই আমার ইচ্ছা। তোমরা আমার নামে যা কিছু চাও, পিতা তা তোমাদের দেবেন।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:16
5
যোহনলিখিত সুসমাচার 15:13
বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার থেকে একজনের পক্ষে শ্রেষ্ঠ ভালবাসা আর কিছু নেই।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:13
6
যোহনলিখিত সুসমাচার 15:2
আমার যে শাখাতে ফল ধরে না, তিনি তা কেটে ফেলেন। আর যে শাখাতে ফল ধরে তাতে আরও বেশী করে ফল ধরার জন্য তিনি তা ছেঁটে পরিষ্কার করে দেন।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:2
7
যোহনলিখিত সুসমাচার 15:12
আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি একে অপরকে ভালবাস।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:12
8
যোহনলিখিত সুসমাচার 15:8
তোমরা প্রচুর ফলে ফলবান হয়ে প্রমাণ কর যে, তোমরা আমার প্রকৃত শিষ্য; আর তাতেই আমার পিতা মহিমান্বিত হবেন।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:8
9
যোহনলিখিত সুসমাচার 15:1
যীশু বললেন, “আমিই প্রকৃত আঙ্গুর লতা, আর আমার পিতা আঙ্গুর ক্ষেতের প্রকৃত কৃষক।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:1
10
যোহনলিখিত সুসমাচার 15:6
যদি কেউ আমাতে না থাকে, তবে তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো ছুঁড়ে ফেলা হয়। তারপর সেই সব শুকনো শাখাকে জড়ো করে তা আগুনে ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হয়।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:6
11
যোহনলিখিত সুসমাচার 15:11
আমি এসব কথা তোমাদের বললাম, যেন আমার যে আনন্দ আছে তা তোমাদের মধ্যেও থাকে; আর এইভাবে তোমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:11
12
যোহনলিখিত সুসমাচার 15:10
আমি আমার পিতার আদেশ পালন করেছি ও তাঁর ভালবাসায় আছি। একইভাবে তোমরা যদি আমার আদেশ পালন কর তবে তোমরাও আমার ভালবাসায় থাকবে।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:10
13
যোহনলিখিত সুসমাচার 15:17
আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা একে অপরকে ভালবাস।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:17
14
যোহনলিখিত সুসমাচার 15:19
তোমরা যদি এই জগতের হও, তবে জগত যেমন তার আপনজনদের ভালবাসে, তেমনি তোমাদেরও ভালবাসবে। কিন্তু তোমরা এ জগতের নও। আমি এই জগত থেকে তোমাদের মনোনীত করেছি, এই কারণেই জগত সংসার তোমাদের ঘৃণা করে।
Дослідити যোহনলিখিত সুসমাচার 15:19
Головна
Біблія
Плани
Відео