1
যোহনলিখিত সুসমাচার 12:26
পবিত্র বাইবেল
কেউ যদি আমার সেবা করে তবে অবশ্যই সে আমাকে অনুসরণ করবে। আর আমি যেখানে থাকি আমার সেবকও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মানিত করবেন।
Порівняти
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:26
2
যোহনলিখিত সুসমাচার 12:25
যে ব্যক্তি নিজের জীবনকে ভালবাসে সে তা হারাবে; কিন্তু যে এই জগতে তার জীবনকে তুচ্ছ জ্ঞান করে, সে তা রাখবে। সে অনন্ত জীবন পাবে।
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:25
3
যোহনলিখিত সুসমাচার 12:24
আমি তোমাদের সত্যি বলছি, গমের একটি দানা যদি মাটিতে পড়ে মরে না যায়, তবে তা একটি দানাই থেকে যায়। কিন্তু তা যদি মাটিতে পড়ে মরে যায়, তবে তার থেকে আরো অনেক দানা উৎপন্ন হয়।
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:24
4
যোহনলিখিত সুসমাচার 12:46
আমি এ জগতে আলো রূপে এসেছি যাতে যে আমায় বিশ্বাস করে তাকে যেন অন্ধকারে থাকতে না হয়।
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:46
5
যোহনলিখিত সুসমাচার 12:47
“আর যে কেউ আমার কথা শোনে অথচ তা মেনে চলে না, তার বিচার করতে আমি চাই না, কারণ আমি জগতের বিচার করতে আসিনি, এসেছি জগতকে রক্ষা করতে।
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:47
6
যোহনলিখিত সুসমাচার 12:3
তখন মরিয়ম বিশুদ্ধ জটামাংসী থেকে তৈরী করা প্রায় আধ সের মতো দামী আতর নিয়ে এসে যীশুর পায়ে তা ঢেলে দিলেন, আর নিজের মাথার চুল দিয়ে তাঁর পা দুখানি মুছিয়ে দিলেন। তখন সমস্ত ঘর আতরের সুগন্ধে ভরে গেল।
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:3
7
যোহনলিখিত সুসমাচার 12:13
তখন তারা খেজুর পাতা নিয়ে তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে পড়ল। তারা চিৎকার করে বলতে লাগল, “‘তাঁর প্রশংসা কর!’ ‘তাঁকে স্বাগত জানাও! যিনি প্রভুর নামে আসছেন, ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।’ ইস্রায়েলের রাজাকে ঈশ্বর আশীর্বাদ করুন!”
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:13
8
যোহনলিখিত সুসমাচার 12:23
যীশু তখন তাদের বললেন, “মানবপুত্রের মহিমান্বিত হওয়ার সময় হয়েছে।
Дослідити যোহনলিখিত সুসমাচার 12:23
Головна
Біблія
Плани
Відео