YouVersion Logo
Search Icon

আপনার জিবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত!Sample

আপনার জিবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত!

DAY 3 OF 6

“আমাদের সবার জন্যএকজন পরিত্রানদাতা দরকার” যখন ঈশ্বর আদম এবং হাওয়াকে তৈরী করল,সে তাদেরকে তৈরী করল পাপমুক্ত এবং তার সাথে নিখুত সম্পর্ক আছে।যখন তারা ঈশ্বরের আদেশ অমান্য করে এ অধ্যায়ে আদিপুস্তক ৩ অধ্যায়ে,তারা তাদের জীবনে গুনাহ ডেকে এনেছে, এবং মানব জাতীর যাত্রা শেষ করেছে। রোমান ৩:২৩ ব্যাখা করে আদম এবং হা্ওয়ার সিদ্ধাতের প্রতিক্রিয়া যা তাদের কে অনেক দূরে নিয়া যায়। ”...প্রত্যেকে পাপ করেছে, এবং প্রতেকে তাহার গৌরবের অযোগ্য হয়ে পড়েছে। রেমীয় ৩:২৩ কেউ পাপ থেকে বাদ যায়নি এবং এর প্রতিক্রিয়া;সব পাপ করেছে।আর ফল হল আমরা সবাহিহ ঈশ্বর থেকে আলাদা।আমাদের পাপের ফল হল আমরা অনন্ত জীবন হারিয়েছি। ”পাপের বেতন হল মৃত্যু ”রোমীয় ৬:২৩ এ কারন আদম এবং হাওয়ার সিদ্ধান্ত তারা ঈশ্বরকে মানেনি,মৃত্যু অনিবায হয়ে পড়ে তাদের জন্য এবং তাকে পুবে যারা আছে (সকল মানুষের জন্য);শারিরীক এবং মানষিকভাবে। তাদের পতনের পর ঈশ্বর সিদ্ধানে উপনিত বলেন:পাপ করেন মানুষের এটা আমাদের হৃদয়ের সাথে,যা আমাদের যাত্রাকে শেষ করে,বা পাপ থেকে পরিত্রানের দেয়।ধন্যবাদ, তার অসাধারন দয়া এবং ভালোবাসার জন্য,ঈশ্বর তার পুত্ররের দ্বারা পরিত্রান দেন যার মানে। “ঈশ্বর জগতকে এমন ভালবাসলেন যে তার একজাত পুত্রকে দান করলেন যে তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় কিন্তু বিনষ্ট না হয়।” যোহন ৩:১৬ ”... ঈশ্বরের উপহার হল অনন্ত জীবন যিশু খ্রী্টের মধ্য দিয়ে যে আমাদের ঈশ্বর।” রোমীয় ৬:২৩ বি যিশু খ্রীষ্ট থেকে একটা অংশ,যা মানষের জন্য ঠিক করা তার শারিরীক মৃত্যু এবং আত্মীক মৃত্যু;তাদের আর কোন প্রত্যাশা নি। কিন্তু আমরা যারা যিশুতে,শারিরীত মৃত্যু আমাদের আছে,কিন্তু আত্মীক মৃত্যু(স্বগে) না। তার চেয়ে বরং স্বগে পাব আমরা যখন এ পৃথিবী ছেড়ে চলে যাব। তার নিখুত কে রবানী দ্বারা যিশুর এবং তার মৃত্যু থেকে পুনরুথিত হওয়া,আমরা আত্মকভাবে পাপ থেকে পালিয়েছি!

Day 2Day 4

About this Plan

আপনার জিবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত!

জিবনের বেশিরভাগ সিদ্ধান্ত কিছু করার জন্য একটা ব্যপার। যাহোক একটা ব্যাপার হলো সবচেয়ে গুরুত্বপূন। যদি আপনি একটি সরল নিদর্শন খোজেন খুব গভীরভাবে বুজবার জন্য এক অসাধারন সিদ্ধান্ত-পরিএান হল ঈশ্বরের বিনামূল্যে উপহার-পরে এখান থেকে শুরু।বই থেকে নেয়া হয়েছে,"পৃথিবীর বাইরে; একজন খ্রিস্টান নেতা হিসেবে বৃদ্ধি এবং উদ্দেশ্যে"পেতে সাহায্য করবে ডেবিড জে.সোয়ান্ড।

More