অশ্লীল প্রলোভন থেকে রক্ষা পাওয়ার উপায়।Sample

দ্বিতীয় পদ্ধতি নিজ গৃহের চিন্তা যা আপনাকে অশ্লীল ছবি দেখার প্রলোভন হতে মুক্ত করবে।
আমরা যখন এই ধরণের কোন অশ্লীল কাজ করি তখন যীশুর শিক্ষা অনুসারে তা হয়ে দাঁড়ায় অনেকটা কোন নগ্ন নারীর সাথে যা কম্পিউটারের পর্দায় এসেছে তার সাথে সেই ঘরে সহবাস করা, কারণ প্রভু মথি লিখিত সুসমাচারের ৫:২৮ পদে বলেছেন, “কিন্তু আমি তোমাদের বলছি যদি কেহ কোন নারীর প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে তবে সে তখনই তার সাথে ব্যাভীচার করিল।” ধরুন আমার স্ত্রী ঘরে রয়েছে, তাহলে কি আমি নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী হয়ে কি কোন নগ্ন নারীকে নিয়ে এসে কোন একটি ঘরে প্রবেশ করে দড়জা বন্ধ করে দেব ? নিশ্চয়ই তা করব না! তথাপি এটাই ঘটে থাকে যখন আমরা বিশ্বাসীরা নগ্ন ছবি দেখা মনোনয়ন করি: এটি হল এমনই একটি অবস্থা- মনে হয় যেন, যিনি নগ্ন ছবি পোস্ট করেছেন তারই সঙ্গে একটি ঘরে শয্যাসঙ্গি হয়েছি। জে. বুজসসসাইউকি নগ্ন বিষয় নিয়ে যেমন লিখেছেন এখানে আমি তাই প্রয়োগ করছি, তিনি লিখেছেন, “স্বামীর পক্ষে কি ঠিক যে, সে শয্যাকক্ষে একাধিক পতিতা/নগ্নচিত্র নায়িকার সঙ্গে উত্তেজিত হয়ে যৌণতায় আসক্ত হয়ে পড়ে এবং অবশেষে একে অপরের সঙ্গে যৌণতায় লিপ্ত হয়ে পড়ে !” এই ধারণা ভয়ঙ্কর প্রলোভন যুক্ত নগ্নতারূপ বলকে সুবৃহৎ ছক্কা মারার প্রলোভন দূরীভূত করতে আমাকে সাহায্য করেছে (বিশ্বমানের খেলা ক্রিকেট, যা ভারতেও জনপ্রিয় তারই কল্পনা প্রসূত) এই অনুভূতি আমার হৃদয়ে অশ্লীলতার প্রলোভন পূর্ণ সুবৃহৎ বেলুনকে নষ্ট করে দিয়েছে অগণিতবার ।
সবচেয়ে বড় যে মিথ্যাকথা শয়তান আপনাকে বলতে পারে, তা হল যে একটু আধটু অশ্লীল ছবি দেখলে তাতে কোন ক্ষতি হয় না। কিন্তু শিঘ্রই আপনি দেখতে পাবেন যে, সেইটুকু অশ্লীল ছবি আপনার জন্য যথেষ্ট হচ্ছে না। গতকাল অশ্লীল ছবির যে মাত্রা দ্বারা আপনি আনন্দ পাচ্ছিলেন তা পরের দিন আপনাকে তত উত্তেজিত করবে না আর আপনার ইচ্ছা হবে আরও বেশি মাত্রায় বিকৃত রূপী অশ্লীল ছবি দেখতে। আপনার মধ্যে থেকে আস্তে আস্তে এতে যে পাপ করা হয় সে বোধ চলে যাবে। কেউ একজন বলেছেন! আস্তে আস্তে আপনি আরও ক্ষুদিত হয়ে পড়বেন।” ভাববাদী হোশেয় তৎকালীন লোকদের কাছে এই বার্তা দিয়েছিলেন, যারা ব্যাভীচারে রত ছিল (হোশেয় ৯:১-২)।
Scripture
About this Plan

এই বিষয়টি পাঠকদের বাইবেল হতে ব্যবহারীক দিয়ে কিভাবে অশ্লীল ছবি দেখা হতে রক্ষা করবে সে বিষয়ে সাহায্য করবে।
More
Related Plans

Solitude & Silence

How God Used Prophets in the Bible

Acts 11:1-18 | the Church Will Criticize You. Don't Criticize It.

Trail Builders: Riding Together in Discipleship

The Power of Love: Finding Rest in the Father’s Love

God's Goodness and Human Free Will

The Wedding at Cana

Best Decision Ever!

Transforming Encounters: The 40-Day Challenge (Luke)
