1
লূকলিখিত সুসমাচার 22:42
পবিত্র বাইবেল
তিনি বললেন, “পিতা যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। হ্যাঁ, তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক্!”
Porównaj
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:42
2
লূকলিখিত সুসমাচার 22:32
কিন্তু শিমোন, আমি তোমার জন্য প্রার্থনা করছি, যেন তোমার বিশ্বাসে ভাঙ্গন না ধরে; আর তুমি যখন আবার পথে ফিরে আসবে তখন তোমার ভাইদের বিশ্বাসে শক্তিশালী করে তুলো।”
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:32
3
লূকলিখিত সুসমাচার 22:19
এরপর তিনি রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে তা খণ্ড খণ্ড করলেন, আর তা প্রেরিতদের দিয়ে বললেন, “এ আমার শরীর, যা তোমাদের জন্য দেওয়া হল। আমার স্মরনার্থে তোমরা এটা করো।”
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:19
4
লূকলিখিত সুসমাচার 22:20
খাবার পর সেইভাবে দ্রাক্ষারসের পেয়ালা নিয়ে বললেন, “আমার রক্তের মাধ্যমে মানুষের জন্য ঈশ্বরের দেওয়া যে নতুন নিয়ম শুরু হল। এই পানপাত্রটি তারই চিহ্ন। এই রক্ত তোমাদের সকলের জন্য পাতিত হল।”
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:20
5
লূকলিখিত সুসমাচার 22:44
নিদারুণ মানসিক যন্ত্রণার সঙ্গে যীশু আরও আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। সেই সময় তাঁর গা দিয়ে রক্তের বড় বড় ফোঁটার মতো ঘাম ঝরে পড়ছিল।
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:44
6
লূকলিখিত সুসমাচার 22:26
কিন্তু তোমাদের মধ্যে এমনটি হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সব থেকে বড় সে হোক্ সবার চেয়ে ছোটর মতো আর যে নেতা সে হোক্ দাসের মতো।
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:26
7
লূকলিখিত সুসমাচার 22:34
যীশু বললেন, “পিতর আমি তোমায় বলছি, আজ রাতে মোরগ ডাকার আগেই তুমি তিনবার অস্বীকার করে বলবে যে তুমি আমায় চেন না।”
Przeglądaj লূকলিখিত সুসমাচার 22:34
Strona główna
Biblia
Plany
Nagrania wideo