1
যোহনলিখিত সুসমাচার 20:21-22
পবিত্র বাইবেল
এরপর যীশু আবার তাঁদের বললেন, “তোমাদের শান্তি হোক্! পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি।” এই বলে তিনি তাঁদের ওপর ফুঁ দিলেন, আর বললেন, “তোমরা পবিত্র আত্মা গ্রহণ কর।
Porównaj
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 20:21-22
2
যোহনলিখিত সুসমাচার 20:29
যীশু তাঁকে বললেন, “তুমি আমায় দেখেছ তাই বিশ্বাস করেছ। ধন্য তারা, যাঁরা আমাকে না দেখেও বিশ্বাস করে।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 20:29
3
যোহনলিখিত সুসমাচার 20:27-28
এরপর তিনি থোমাকে বললেন, “এখানে তোমার আঙ্গুল দাও, আর আমার হাত দুটি দেখ। তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরের নীচে দাও। সন্দেহ কোরো না, বিশ্বাস কর।” এর উত্তরে থোমা তাঁকে বললেন, “প্রভু, আমার, ঈশ্বর আমার।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 20:27-28
Strona główna
Biblia
Plany
Nagrania wideo