1
যোহনলিখিত সুসমাচার 13:34-35
পবিত্র বাইবেল
“আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালবেসো। আমি যেমন তোমাদের ভালবাসি, তোমরাও তেমনি পরস্পরকে ভালবেসো। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালবাসা থাকে তবে এর দ্বারাই সকলে জানবে যে তোমরা আমার শিষ্য।”
Porównaj
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 13:34-35
2
যোহনলিখিত সুসমাচার 13:14-15
তাই আমি প্রভু ও গুরু হয়ে যদি তোমাদের পা ধুইয়ে দিই, তাহলে তোমাদেরও উচিত পরস্পরের পা ধোয়ানো। আমি তোমাদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করলাম, যেন আমি তোমাদের প্রতি যেমন করলাম, তোমরাও তেমনি কর।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 13:14-15
3
যোহনলিখিত সুসমাচার 13:7
এর উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি যা করছি, তুমি এখন তা বুঝতে পারছ না, কিন্তু পরে বুঝবে।”
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 13:7
4
যোহনলিখিত সুসমাচার 13:16
আমি তোমাদের সত্যি বলছি, চাকর তার মনিবের থেকে বড় নয়, আর দূত তার প্রেরণকর্তার থেকে বড় নয়।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 13:16
5
যোহনলিখিত সুসমাচার 13:17
যেহেতু তোমরা এসব জান, এইগুলি পালন কর, তাহলে তোমরা সুখী হবে।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 13:17
6
যোহনলিখিত সুসমাচার 13:4-5
তখন তিনি ভোজের আসর থেকে উঠে দাঁড়ালেন, তাঁর উপরের জামাটা খুলে রেখে একটি গামছা কোমরে জড়ালেন। তারপর গামলায় জল ঢেলে শিষ্যদের পা ধুইয়ে দিতে লাগলেন, আর যে গামছাটি কোমরে জড়িয়ে ছিলেন সেটি দিয়ে তাঁদের পা মুছিয়ে দিতে লাগলেন।
Przeglądaj যোহনলিখিত সুসমাচার 13:4-5
Strona główna
Biblia
Plany
Nagrania wideo