আদিপুস্তক 4

4
কয়িন ও হেবলের কাহিনী
1আদম হবার সঙ্গে মিলিত হওয়ার পর হবা গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বরের কৃপায় আমি সন্তান লাভ করেছি।
2এর পরে তিনি আবার কয়িনের ভাই হেবলের জন্ম দিলেন। 3হেবল মেষপালন করত আর কয়িন চাষবাস করত। যথাকালে কয়িন প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য স্বরূপ জমির ফসল উৎসর্গ করল। 4হেবলও নিজর মেষপাল থেকে প্রথমজাত উৎকৃষ্ট একটি মেষ উৎসর্গ করল। প্রভু হেবলের প্রতি প্রসন্ন হলেন ও তার নৈবেদ্য গ্রহণ করলেন।#হিব্রু 11:4 5কিন্তু কয়িনকে তার নৈবেদ্যসহ অগ্রাহ্য করলেন। এতে কয়িন অত্যন্ত ক্রুদ্ধ হল, তার মুখ ক্রোধে রক্তবর্ণ হয়ে গেল। 6প্রভু পরমেশ্বর কয়িনকে বললেন, তুমি কেন ক্রুদ্ধ হয়েছ? 7রক্তবর্ণ কেন তোমার মুখ? সদাচরণ কর, তাহলে তুমিও গ্রাহ্য হবে। যদি সদাচরণ না কর তাহলে পাপ তোমাকে গ্রাস করবে। তোমার দ্বারে সে ওৎ পেতে রয়েছে, কিন্তু তাকে তোমার বশে আনতে হবে। 8তখন কয়িন তার ভাই হেবলকে বলল, চল, আমরা মাঠে বেড়াতে যাই। তারা দুজনে মাঠে গেলে কয়িন তার ভাই হেবলকে আক্রমণ করে হত্যা করল।#মথি 23:35; লুক 11:51; ১ যোহন 3:12
9পরে প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলল, আমি জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী?
10প্রভু বললেন, তুমি এ কি করেছ? ভূমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে আর্তনাদ করছে।#হিব্রু 12:24 11যে ভূমি তোমার হাত থেকে তোমার ভাইয়ের রক্ত পান করেছিল, তুমি অভিশপ্ত হয়ে সেই ভূমি থেকে হবে নির্বাসিত। তুমি জমি চাষ করলেও তাতে কোন ফসল ফলবে না। 12তুমি পৃথিবীতে পলাতক ও যাযাবর হয়ে বিচরণ করবে। 13কয়িন প্রভুকে বলল, এই দণ্ড আমার পক্ষে বড় নির্মম। 14দেখ, আজ তুমি আমাকে ভূমি থেকে বিতাড়িত করলে, তোমার সম্মুখ থেকে আমি অপসারিত হব। পলাতক ও যাযাবর হয়ে এই পৃথিবীতে বিচরণ করব আমি, আর কেউ আমাকে দেখলেই হত্যা করবে।
প্রভু পরমেশ্বর তাকে বললেন, 15না, তা হবে না। কয়িনকে যে হত্যা করবে, সাতগুণ প্রতিফল দেওয়া হবে তাকে প্রভু কয়িনের দেহে এক প্রতীক চিহ্ন এঁকে দিলেন যাতে এই চিহ্ন দেখলে কেউ তাকে হত্যা না করে। 16কয়িন প্রভু পরমেশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে এদনের পূর্ব দিকে নোদ#4:16 নোদ - ভ্রমণকারীর দেশ। দেশে বসবাস করতে লাগল। 17কয়িন তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর সে গর্ভবতী হয়ে হনোকের জন্মদান করল। কয়িন তখন একটি নগর নির্মাণ করছিল। সে তার পুত্রের নামে সেই নগরের নাম রাখল হনোক। হনোকের পুত্র ইরাদ, 18ইরাদের পুত্র মেহুযায়েল, মেহুযায়েলের পুত্র মেথুশায়েল ও মেথুশায়েলের পুত্র লেমেক। 19লেমেক দুই স্ত্রী গ্রহণ করেছিল, তাদের একজনের নাম আদা অন্যজনের নাম সিল্লা। আদার গর্ভে জন্মগ্রহণ করেছিল যাবল। 20সে ছিল শিবির নিবাসী পশুপালকদের আদিপুরুষ। 21তার ভাইয়ের নাম যুবল, 22সে বীণা ও বংশীবাদকদের আদিপুরুষ। সিল্লার গর্ভে জন্মগ্রহণ করেছিল তুবল-কয়িন। সে পিতল ও লোহার কারিগরদের আদিপুরুষ। তুবল-কয়িনের বোনের নাম ছিল নয়মা।
23লেমেক তার পত্নীদের সম্বোধন করে বলল,
আদা ও সিল্লা। আমার কথা শোন তোমরা,
লেমেকের পত্নীরা! অবধান কর
আমার বাক্য—
আমাকে আঘাত করেছিল একটি লোক
আমি বধ করেছি তাকে,
একটি যুবক আমাকে করেছিল প্রহার
তাই আমি তাকে করেছি হত্যা।
24কয়িনকে আঘাত করার প্রতিফল
যদি হয় সাতগুণ
তবে লেমেককে আঘাত করার
প্রতিফল হবে সাতাত্তর গুণ।#মথি 18:22
শেথ ও ইনোশ
25আদম আবার তাঁর স্ত্রীর সঙ্গে মিলিত হলে তাঁর স্ত্রীর একটি পুত্র-সন্তান হল। তিনি তার নাম রাখলেন শেথ। তিনি বললেন, কয়িন হেবলকে হত্যা করেছিল বলে ঈশ্বর তার পরিবর্তে আমাকে আর একটি সন্তান দিলেন। 26পরে শেথ-এরও একটি পুত্র হল। তিই তার নাম রাখলেন ইনোশ। তখন থেকে লোকে সরাসরি প্রভু পরমেশ্বরের নামে আরাধনা করতে লাগল।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på

Video om আদিপুস্তক 4