1
যোহন 15:5
Pobitro Baibel
“আমিই আংগুর গাছ, আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পার না।
तुलना
अन्वेषण गर्नुहोस् যোহন 15:5
2
যোহন 15:4
আমার মধ্যে থাক আর আমিও তোমাদের অন্তরে থাকব। আংগুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পার না।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:4
3
যোহন 15:7
যদি তোমরা আমার মধ্যে থাক আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে তবে তোমাদের যা ইচ্ছা তা-ই চেয়ো; তোমাদের জন্য তা করা হবে।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:7
4
যোহন 15:16
তোমরা আমাকে বেছে নাও নি, কিন্তু আমিই তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি যাতে তোমাদের জীবনে ফল ধরে আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। তাহলে আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি তোমাদের দেবেন।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:16
5
যোহন 15:13
কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয় তবে তার চেয়ে বেশী ভালবাসা আর কারও নেই।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:13
6
যোহন 15:2
আমার যে সব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যে সব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেঁটে পরিষ্কার করেন যেন আরও অনেক ফল ধরতে পারে।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:2
7
যোহন 15:12
আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালবেসেছি তেমনি তোমরাও একে অন্যকে ভালবেসো।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:12
8
যোহন 15:8
যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এইভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ কর তবে আমার পিতার গৌরব হবে।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:8
9
যোহন 15:1
“আমিই আসল আংগুর গাছ আর আমার পিতা মালী।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:1
10
যোহন 15:6
যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:6
11
যোহন 15:11
“এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:11
12
যোহন 15:10
আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তাঁর ভালবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন কর তবে তোমরাও আমার ভালবাসার মধ্যে থাকবে।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:10
13
যোহন 15:17
এই আদেশ আমি তোমাদের দিচ্ছি যে, তোমরা একে অন্যকে ভালবেসো।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:17
14
যোহন 15:19
যদি তোমরা এই জগতের হতে তবে লোকেরা তাদের নিজেদের বলে তোমাদের ভালবাসত। কিন্তু তোমরা এই জগতের নও, বরং আমি তোমাদের জগতের মধ্য থেকে বেছে নিয়েছি বলে জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে।
अन्वेषण गर्नुहोस् যোহন 15:19
होम
बाइबल
योजनाहरू
भिडियोहरू