1
আদিপুস্তক 9:12-13-12-13
Pobitro Baibel
ঈশ্বর আরও বললেন, “যে ব্যবস্থা আমি তোমাদের ও তোমাদের সংগের সমস্ত প্রাণীর জন্য স্থাপন করলাম তা বংশের পর বংশ ধরেই চলবে। সেই ব্যবস্থার চিহ্ন হিসাবে মেঘের মধ্যে আমি আমার মেঘধনুক দেখাব। এটাই হবে পৃথিবীর জন্য আমার সেই ব্যবস্থার চিহ্ন।
तुलना
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:12-13-12-13
2
আদিপুস্তক 9:16
মেঘের মধ্যে যখন সেই ধনুক দেখা দেবে তখন আমি তা দেখে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য আমার এই চিরস্থায়ী ব্যবস্থার কথা মনে করব।”
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:16
3
আদিপুস্তক 9:6
ঈশ্বর মানুষকে তাঁর মত করেই সৃষ্টি করেছেন; সেইজন্য কোন মানুষকে যদি কেউ খুন করে তবে অন্য একজনকে সেই খুনীর প্রাণ নিতে হবে।
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:6
4
আদিপুস্তক 9:1
ঈশ্বর নোহ আর তাঁর ছেলেদের আশীর্বাদ করে বললেন, “তোমরা বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা সংখ্যায় বেড়ে ওঠো এবং পৃথিবী ভরে তোলো।
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:1
5
আদিপুস্তক 9:3
জীবন্ত ও ঘুরে বেড়ানো সমস্ত প্রাণীই তোমাদের খাবার হবে। খাবার হিসাবে আমি আগে যেমন তোমাদের শস্য ও শাক-সব্জী দিয়েছিলাম তেমনি এখন এই সবও তোমাদের দিলাম
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:3
6
আদিপুস্তক 9:2
পৃথিবীর সব জীবজন্তু, আকাশের পাখী, বুকে-হাঁটা প্রাণী, আর সমুদ্রের মাছ তোমাদের ভীষণ ভয় করে চলবে। এগুলো তোমাদের হাতেই দেওয়া হল।
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:2
7
আদিপুস্তক 9:7
তোমরা তোমাদের বংশবৃদ্ধির ক্ষমতা দ্বারা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলো। তোমরা পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড় এবং নিজেদের সংখ্যা আরও বাড়াও।”
अन्वेषण गर्नुहोस् আদিপুস্তক 9:7
होम
बाइबल
योजनाहरू
भिडियोहरू