1
প্রেরিত্ 3:19
Pobitro Baibel
এইজন্য আপনারা পাপ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফিরুন যেন আপনাদের পাপ মুছে ফেলা হয়
तुलना
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ 3:19
2
প্রেরিত্ 3:6
তখন পিতর বললেন, “আমার কাছে সোনা-রূপা কিছু নেই, কিন্তু যা আছে তা-ই তোমাকে দিচ্ছি। নাসরতের যীশু খ্রীষ্টের নামে উঠে দাঁড়াও ও হাঁট।”
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ 3:6
3
প্রেরিত্ 3:7-8
পরে তিনি লোকটির ডান হাত ধরে তাকে তুললেন আর তখনই তার পা ও গোড়ালি শক্ত হল। সে লাফ দিয়ে উঠে দাঁড়াল এবং হাঁটতে লাগল। পরে সে হাঁটতে হাঁটতে, লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাঁদের সংগে উপাসনা-ঘরে গেল।
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ 3:7-8
4
প্রেরিত্ 3:16
এই যে লোকটিকে আপনারা দেখছেন এবং যাকে আপনারা চেনেন, যীশুর উপর বিশ্বাসের ফলে, যীশুর নামের গুণে সে শক্তি লাভ করেছে। যীশুর মধ্য দিয়ে যে বিশ্বাস আসে সেই বিশ্বাসই আপনাদের সকলের সামনে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছে।
अन्वेषण गर्नुहोस् প্রেরিত্ 3:16
होम
बाइबल
भक्त्ति पाठहरू
भिडियोहरू