1
যোহন 8:12
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
যীশু আবার মানুষের কাছে কথা বললেন, তিনি বললেন, “আমি পৃথিবীর মানুষের আলো; যে কেউ আমার পিছন পিছন আসে সে কোন ভাবে অন্ধকারে চলবে না” কিন্তু জীবনের আলো পাবে।
နှိုင်းယှဉ်
যোহন 8:12ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
2
যোহন 8:32
এবং তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে।”
যোহন 8:32ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
3
যোহন 8:31
যে ইহূদিরা তাঁকে বিশ্বাস করল তাদেরকে যীশু বললেন, “যদি তোমরা আমার শিক্ষা মেনে চল, তাহলে তোমরা সত্যই আমার শিষ্য
যোহন 8:31ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
4
যোহন 8:36
অতএব ঈশ্বর পুত্র যদি তোমাদের মুক্ত করেন তবে তোমরা সত্যই মুক্ত হবে।
যোহন 8:36ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
5
যোহন 8:7
যখন তারা বারবার তাঁকে জিজ্ঞাসা করতে লাগল, তিনি মাথা তুলে দাঁড়িয়ে তাদেরকে বললেন “তোমাদের মধ্যে যার কোনো পাপ নেই তাকেই প্রথমে তার উপরে পাথর মারতে দাও।”
যোহন 8:7ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
6
যোহন 8:34
যীশু তাদেরকে উত্তর দিলেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, যে কেউ পাপ কাজ করে সে হলো পাপের দাস।
যোহন 8:34ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
7
যোহন 8:10-11
তখন যীশু মাথা তুলে দাঁড়ালেন এবং তাকে বললেন, হে নারী, তোমার উপর অভিযোগকারীরা কোথায়? কেউ তোমাকে দোষী করে নি? সে বলল, না প্রভু, কেউ করে নি। তখন যীশু বললেন, আমিও তোমাকে দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না।
যোহন 8:10-11ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
ပင်မစာမျက်နှာ
ကျမ်းစာ
အစီအစဉ်
ဗီဒီယို