1
লূক 17:19
কিতাবুল মোকাদ্দস
পরে তিনি তাকে বললেন, উঠে চলে যাও, তোমার ঈমান তোমাকে সুস্থ করেছে।
ႏွိုင္းယွဥ္
লূক 17:19ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
2
লূক 17:4
আর যদি সে এক দিনের মধ্যে সাত বার তোমার বিরুদ্ধে গুনাহ্ করে, আর সাত বার তোমার কাছে ফিরে এসে বলে, অনুতাপ করলাম, তবে তাকে মাফ করো।
লূক 17:4ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
3
লূক 17:15-16
তখন তাদের এক জন নিজেকে সুস্থ দেখে উচ্চরবে আল্লাহ্র গৌরব করতে করতে ফিরে আসল, এবং ঈসার পায়ে উবুড় হয়ে পড়ে তাঁকে শুকরিয়া জানাতে লাগল; সেই ব্যক্তি এক জন সামেরীয়।
লূক 17:15-16ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
4
লূক 17:3
তোমার ভাই যদি গুনাহ্ করে, তাকে অনুযোগ করো; আর সে যদি তওবা করে, তাকে মাফ করো।
লূক 17:3ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
5
লূক 17:17
জবাবে ঈসা বললেন, দশ জন কি পাক-পবিত্র হয় নি? তবে সেই নয় জন কোথায়?
লূক 17:17ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
6
লূক 17:6
প্রভু বললেন, একটি সর্ষেদানার মত ঈমান যদি তোমাদের থাকে, তবে ‘তুমি সমূলে উপড়ে গিয়ে সাগরে রোপিত হও’ এই কথা তুঁত গাছটিকে বললে গাছটি তোমাদের কথা মানবে।
লূক 17:6ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
7
লূক 17:33
যে কেউ আপন প্রাণ লাভ করতে চেষ্টা করে, সে তা হারাবে; আর যে কেউ প্রাণ হারায়, সে তা বাঁচাবে।
লূক 17:33ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
8
লূক 17:1-2
ঈসা তাঁর সাহাবীদেরকে আরও বললেন, গুনাহের পথে নিয়ে যাবার জন্য উসকানি উপস্থিত হবে না এমন হতে পারে না; কিন্তু ধিক্ তাকে, যার দ্বারা উসকানি উপস্থিত হবে! যে এই ক্ষুদ্রদের মধ্যে এক জনের সম্মুখে এমন কোন বাধা স্থাপন করে যাতে সে উচোট খায়, তবে তাকে বরং গলায় যাঁতা বেঁধে সাগরে ফেলে দেওয়া তার পক্ষে ভাল। তোমরা তোমাদের নিজেদের বিষয়ে সাবধান থাক।
লূক 17:1-2ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
9
লূক 17:26-27
আর নূহের সময়ে যেমন হয়েছিল, ইবনুল-ইনসানের সময়েও তেমনি হবে। লোকে ভোজন পান করতো, বিয়ে করতো, বিবাহিতা হত, যে পর্যন্ত না নূহ্ জাহাজে প্রবেশ করলেন, আর বন্যা এসে সকলকে বিনষ্ট করলো।
লূক 17:26-27ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
ပင္မစာမ်က္ႏွာ
က်မ္းစာ
အစီအစဥ္
ဗီဒီယို