1
ইউহোন্না 5:24
কিতাবুল মোকাদ্দস
সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, যে ব্যক্তি আমার কালাম শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর উপর ঈমান আনে, সে অনন্ত জীবন পেয়েছে এবং তাকে বিচারে আনা হবে না; সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে।
ႏွိုင္းယွဥ္
ইউহোন্না 5:24ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
2
ইউহোন্না 5:6
ঈসা তাকে পড়ে থাকতে দেখে ও দীর্ঘকাল সেই অবস্থায় রয়েছে জেনে বললেন, তুমি কি সুস্থ হতে চাও?
ইউহোন্না 5:6ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
3
ইউহোন্না 5:39-40
তোমরা পাক-কিতাব অনুসন্ধান করে থাক, কারণ তোমরা মনে করে থাক যে, তাতেই তোমাদের অনন্ত জীবন রয়েছে; আর তা-ই আমার বিষয়ে সাক্ষ্য দেয়; আর তোমরা জীবন পাবার জন্য আমার কাছে আসতে ইচ্ছা কর না।
ইউহোন্না 5:39-40ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
4
ইউহোন্না 5:8-9
ঈসা তাকে বললেন, উঠ, তোমার খাট তুলে নিয়ে হেঁটে বেড়াও। তাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হল এবং নিজের খাট তুলে নিয়ে হেঁটে বেড়াতে লাগল। সেদিন ছিল বিশ্রামবার।
ইউহোন্না 5:8-9ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
5
ইউহোন্না 5:19
অতএব জবাবে ঈসা তাদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, পুত্র নিজ থেকে কিছুই করতে পারে না, কেবল পিতাকে যা করতে দেখেন, তা-ই করেন; কেননা তিনি যা যা করেন, পুত্রও তা-ই করেন।
ইউহোন্না 5:19ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
ပင္မစာမ်က္ႏွာ
က်မ္းစာ
အစီအစဥ္
ဗီဒီယို