1
লুক 23:34
পবিএ বাইবেল CL Bible (BSI)
তখন যীশু বললেন, পিতা ক্ষমা কর এদের, কারণ এরা কি করছে, তা জানে না। তারা তাঁর পোষাক ভাগ করে নেওয়ার জন্য পাশার দান ফেলল।
ႏွိုင္းယွဥ္
লুক 23:34ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
2
লুক 23:43
যীশু তাকে বললেন, সত্যিই আমি তোমাকে বলছি, আজই তুমি আমার সঙ্গে স্বর্গলোকে যাবে।
লুক 23:43ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
3
লুক 23:42
তারপর সে বলল, যীশু, আপনি যখন আপনার রাজকীয় ক্ষমতায় আসবেন, তখন স্মরণ করবেন আমাকে।
লুক 23:42ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
4
লুক 23:46
তখন যীশু উচ্চকণ্ঠে চীৎকার করে বললেন, পিতা, তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। —এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
লুক 23:46ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
5
লুক 23:33
করোটি* নামক স্থানে এসে তারা তাঁকে ক্রুশে বিদ্ধ করল এবং সেই অপরাধীদের একজনকে তাঁর ডান দিকে আর একজনকে তাঁর বাঁ দিকে ক্রুশে বিদ্ধ করল।
লুক 23:33ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
6
লুক 23:44-45-44-45
তখন প্রায় বেলা বারোটা, সেই সময় থেকে বেলা তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকারে ছেয়ে গেল, সূর্যের আলো নিভে গেল এবং মন্দিরের মহাপবিত্র স্থানের পর্দা দুভাগ হয়ে ছিঁড়ে গেল।
লুক 23:44-45-44-45ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
7
লুক 23:47
এই ঘটনা দেখে সেনাপতি ঈশ্বরের স্তুতি করে বললেন, সত্যিই ইনি ধার্মিক ছিলেন।
লুক 23:47ရွာေဖြေလ့လာလိုက္ပါ။
ပင္မစာမ်က္ႏွာ
သမၼာက်မ္းစာ
အစီအစဥ္မ်ား
ဗီဒီယိုမ်ား