Лого на YouVersion
Икона за пребарување

আদি পুস্তক 10

10
জাতিসমূহের তালিকা
1এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।
যেফতীয়রা
2যেফতের ছেলেরা#10:2 ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3, 4, 6, 7, 20-23, 29 ও 31 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।:
গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।
3গোমরের ছেলেরা:
অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।
4যবনের ছেলেরা:
ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।#10:4 কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম 5(এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)
হামাতীয়রা
6হামের ছেলেরা:
কূশ, মিশর, পূট ও কনান।
7কূশের ছেলেরা:
সবা, হবীলা, সব্‌তা, রয়মা ও সব্‌তেকা।
রয়মার ছেলেরা:
শিবা ও দদান।
8কূশ সেই নিম্রোদের বাবা#10:8 বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13, 15, 24 ও 26 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন। 9সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।” 10শিনারে#10:10 অর্থাৎ, ব্যাবিলনিয়ায় অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নী#10:10 অথবা, এরক ও অক্কদ—এসবই তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল। 11সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈর#10:11 অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি, কেলহ 12ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।
13মিশর ছিলেন
সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, 14পথ্রোষীয়, কস্‌লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।
15কনান ছিলেন
তাঁর বড়ো ছেলে সীদোনের#10:15 অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের, ও হিত্তীয়, 16যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, 17হিব্বীয়, অর্কীয়, সীনীয়, 18অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।
(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল 19এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্‌মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)
20তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।
শেমাতীয়রা
21সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ#10:21 অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
22শেমের ছেলেরা:
এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম।
23অরামের ছেলেরা:
ঊষ, হূল, গেথর, ও মেশক#10:23 1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ
24অর্ফক্‌ষদ হলেন শেলহের বাবা#10:24 অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা,
এবং শেলহ এবরের বাবা।
25এবরের দুটি ছেলের জন্ম হল:
একজনের নাম দেওয়া হল পেলগ#10:25 পেলগ শব্দের অর্থ বিভাজন, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।
26যক্তন হলেন
অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 27হদোরাম, ঊষল, দিক্ল, 28ওবল, অবীমায়েল, শিবা, 29ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।
30(পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)
31তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।
32তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।

Нагласи

Сподели

Копирај

None

Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се