লুক 3

3
বাপ্তিষ্মদাতা যোহনের প্রচারকার্য
(মথি 3:1-12; মার্ক 1:1-8; যোহন 1:19-28)
1রোম সম্রাট টাইবেরিয়াস সীজারের রাজত্বের পনেরো বৎসর পূর্ণ হলে পন্তীয়াস পীলাত যিহুদীয়ার শাসনকর্তা নিযুক্ত হলেন। তখন হেরোদ ছিলেন গালীলের সামন্ত নৃপতি। তাঁর ভাই ফিলিপ ইতুরিয়া ও ত্রাখোনীতিয়ার সামন্ত নৃপতি এবং লুসিনীয়াস ছিলেন অবিলীনীর সামন্ত রাজা। 2হানন ও কায়াফা ছিলেন পুরোহিত প্রধান। সেই সময় প্রান্তরে সখরিযের পুত্র যোহন ঈশ্বরের প্রত্যাদেশ পেলেন। 3তখন তিনি জর্ডন নদীর তীরবর্তী অঞ্চলে গিয়ে প্রচার করতে লাগলেন, হৃদয় পরিবর্তন করে বাপ্তিষ্ম গ্রহণ কর, তাহলে ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করবেন।#মথি 3:1-12; মার্ক 1:1-8 4নবী যিশাইয়ের গ্রন্থে যেমন লেখা আছেঃ মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, সে ঘোষণা করছেঃ
তোমরা প্রভুর জন্য প্রস্তুত কর পথ,
সুগম করে দাও তাঁর আগমনের সরণি।#যিশা 40:3-5
5ভরিয়ে দেওয়া হবে প্রত্যেকটি গিরিখাত,
নত করা হবে সমস্ত গিরি-পর্বতের চূড়া,
বক্র যা কিছু হয়ে যাবে সরল,
বন্ধুর পথ হবে মসৃণ সমতল।
6মর্তমানব প্রত্যক্ষ করবে ঈশ্বর-কৃত মহাত্রাণ।#প্রেরিত 28:28
7যে জনতা তাঁর কাছে বাপ্তিষ্ম গ্রহণ করতে এসেছিল, তাদের ভর্ৎসনা করে যোহন বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালিয়ে যাওয়ার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?#মথি 23:33; যোহন 3:36 8যদি তাই হয় তাহলে এমন আচরণ কর যাতে প্রমাণিত হয় যে তোমাদের হৃদয় পরিবর্তিত হয়েছে। ভেবো না যে, ‘অব্রাহাম আমাদের পিতা’ —এ কথা বলে তোমরা রেহাই পাবে। কারণ আমি তোমাদের বলছি যে, এই সমস্ত পাথর থেকেও ঈশ্বর অব্রাহামের বংশধর উৎপন্ন করতে পারেন। 9বৃক্ষমূলে কুঠার উদ্যত, যে বৃক্ষে ভাল ফল ধরবে না, তাকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে।
10তখন জনতা তাঁকে জিজ্ঞাসা করল, তাহলে আমরা কি করব?#প্রেরিত 2:37 11তিনি তাদের উত্তর দিলেন, যার দুটি পোষাক আছে সে, যার নেই তাকে একটি দিক, এবং যার খাদ্য আচে সেও তেমন করুক। 12কর-আদায়কারীরাও তাঁর কাছে এসেছিল বাপ্তিষ্ম গ্রহণ করতে। তারা এসে তাঁকে প্রশ্ন করল, গুরুদেব, আমরা কি করব? 13তাদের তিনি বললেন, ন্যায্য প্রাপ্যের চেয়ে বেসী আদায় করো না।
14সৈনিকেরা জিজ্ঞাসা করল তাঁকে, আমরা কি করব? তাদের তিনি বললেন উৎপীড়ন অথবা মিথ্যা দোষারোপ করে কারও কাছ থেকে কিছু কেড়ে নিও না, নিজেদের বেতনে সন্তুষ্ট থেকো।
15জনসাধারণ সেই সময় মশীহের প্রতীক্ষায় উন্মুখ হয়ে ছিল, তাই যোহন সম্পর্কে তাদের মনে প্রশ্ন জাগল, উনিই সেই মশীহ কি না?#যোহন 1:19-28 16যোহন তাদের বললেন, আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দান করছি, কিন্তু আমার চেয়েও যিনি শক্তিমান, তিনি আসছেন, যাঁর পাদুকার বন্ধন খোলার যোগ্যতাও আমার নেই, তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিষ্ম দান করবেন।#প্রেরিত 13:25 17খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই রয়েছে, গম ঝাড়অই করে তিনি গোলাজাত করবেন কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে ফেলবেন।
18এইভাবে আরও অনেক উপদেশের মধ্য দিয়ে তিনি সকলের কাছে সুসমাচার প্রচার করতে লাগলেন। 19কিন্তু যোহন সামন্তরাজ হেরোদকে তাঁর ভ্রাতৃবধূ হেরোদিয়া সংক্রান্ত ব্যাপারে এবং অন্যান্য দুষ্কর্মের জন্য ভর্ৎসনা করেছিলেন।#মথি 14:3-4; মার্ক 6:17-18 20হেরোদ যোহনকে কারাগারে রুদ্ধ করে দুষ্কর্মের মাত্রা আরও বাড়িয়ে দিলেন।
প্রভু যীশুর বাপ্তিষ্ম গ্রহণ
(মথি 3:13-17; মার্ক 1:9-11)
21সকলে বাপ্তিষ্ম গ্রহণের পর যীশু বাপ্তিষ্ম গ্রহণ করে যখন প্রার্থনা করছিলেন, সেই সময় আকাশ উন্মুক্ত হয়ে গেল এবং#মথি 3:13-17; মার্ক 1:9-11; যোহন 1:32 22পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপরে অবতরণ করলেন। সঙ্গে সঙ্গে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল স্বর্গ থেকে: তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি পরম তুষ্ট।#লুক 9:35; গীত 2:7; যিশা 42:1
যীশুর বংশতালিকা
(মথি 1:1-17)
23যীশু যখন সেবাব্রতের কাজ আরম্ভ করলেন, তখন তাঁর বয়স ছিল প্রায় ত্রিশ বৎসর। লোকের ধারণা অনুযায়ী তিনি ছিলেন যোষেফের পুত্র, যোষেফ এলির পুত্র,#মথি 1:1-17#লুক 4:22 24এলি মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র, লেবি মল্কির পুত্র, মল্কি যান্নায়ের পুত্র, যান্নায় যোষেফের পুত্র, 25যোষেফ মত্তথিয়ের পুত্র, মত্তথিয় আমোসের পুত্র, আমোস মহুমের পুত্র, মহুম ইষ্‌লির পুত্র, ইষ্‌লি নগির পুত্র, 26নগি মাটের পুত্র, মাট মত্তথিয়ের পুত্র, মত্তথিয় শিমিয়ির পুত্র, শিমিয়ি যোষেখের পুত্র, যোষেখ যুদার পুত্র, 27যুদা যাহানার পুত্র, যোহানা রীষার পুত্র, রীষা সরুব্বাবিলের পুত্র, সরুব্বাবিল শল্টীয়েলের পুত্র, শল্টীয়েল নেরির পুত্র,#১ বংশা 3:17; ইষ্রা 3:2 28নেরি মল্কির পুত্র, মল্কি অদ্দীর পুত্র, অদ্দী কোষমের পুত্র, কোষম ইল্‌মাদমের পুত্র, ইল্‌মাদম এরের পুত্র, 29এর যীশুর পুত্র, যীশু ইলিয়েষরের পুত্র, ইলিয়েষর যোরীমের পুত্র, যোরীম মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র, 30লেবি শিমিয়োনের পুত্র, শিমিয়োন যুদার পুত্র, যুদা যোষেফের পুত্র, যোষেফ যোনমের পুত্র, যোনম ইলিয়াকীমের পুত্র, 31ইলিয়াকীম মিলেয়ার পুত্র, মিলেয়া মিন্নার পুত্র, মিন্না মত্তথের পুত্র, মত্তথ নাথনের পুত্র, নাথন দাউদের পুত্র,#১ শমু 16:1; ২ শমু 5:14 32দাউদ যিশয়ের পুত্র, যিশয় ওবেদের পুত্র, ওবেদ বোয়সের পুত্র, বোয়স সালার#3:32 অথবা সাল্‌মোনের, সাল্‌মোন। পুত্র সালা নহসোনের পুত্র, 33নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব অদমানের পুত্র, অদমান অর্ণির পুত্র, অর্ণি হিষ্‌রোণের পুত্র, হিষ্‌রোণ পেরসের পুত্র, পেরস যিহুদার পুত্র,#১ বংশা 2:1-3; আদি 29:35 34যিহুদা যাকোবের পুত্র, যাকোব ইস্‌হাকের পুত্র, ইস্‌হাক অব্রাহামের পুত্র, অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,#আদি 21:2-3; 11:10-26; ১ বংশা 1:24-27 35নাহোর সরূগের পুত্র, সরূগ রিযুর পুত্র, রিয়ু পেলগের পুত্র, পেলগ এবরের পুত্র, এবর শেলহের পুত্র, 36শেলহ কৈননের পুত্র, কৈনন অর্ফক্‌ষদের পুত্র, অর্ফক্‌ষদ শেমের পুত্র, শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র,#আদি 5:3-32; ১ বংশা 1:1-4; আদি 4:25; 11:10 37লেমক মথুশেলহের পুত্র, মথুশেলহ হনোকের পুত্র, হনোক যেরদের পুত্র, যেরদ মহললেলের পুত্র, মহললেল কৈননের পুত্র, 38কৈনন ইনোসের পুত্র, ইনোশ শেথের পুত্র, শেথ আদমের পুত্র, আদম ঈশ্বরের পুত্র ছিলেন।#আদি 5:1-3

Áherslumerki

Deildu

Afrita

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in