1
ইউহোন্না 8:12
Kitabul Mukkadas
পরে ঈসা আবার লোকদের বললেন, “আমিই দুনিয়ার নূর। যে আমার পথে চলে সে কখনও অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের নূর পাবে।”
Lee anya n'etiti ihe abụọ
Nyochaa ইউহোন্না 8:12
2
ইউহোন্না 8:32
তা ছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন, আর সেই সত্যই আপনাদের মুক্ত করবে।”
Nyochaa ইউহোন্না 8:32
3
ইউহোন্না 8:31
যে ইহুদীরা তাঁর উপর ঈমান এনেছিল ঈসা তাদের বললেন, “আমার কথামত যদি আপনারা চলেন তবে সত্যিই আপনারা আমার উম্মত।
Nyochaa ইউহোন্না 8:31
4
ইউহোন্না 8:36
তাই পুত্র যদি আপনাদের মুক্ত করেন তবে সত্যিই আপনারা মুক্ত হবেন।
Nyochaa ইউহোন্না 8:36
5
ইউহোন্না 8:7
কিন্তু তাঁরা যখন কথাটা বারবার তাঁকে জিজ্ঞাসা করতে লাগলেন তখন তিনি উঠে তাঁদের বললেন, “আপনাদের মধ্যে যিনি কোন গুনাহ্ করেন নি তিনিই প্রথমে ওকে পাথর মারুন।”
Nyochaa ইউহোন্না 8:7
6
ইউহোন্না 8:34
ঈসা তাঁদের এই জবাব দিলেন, “আমি সত্যিই আপনাদের বলছি, যারা গুনাহে পড়ে থাকে তারা সবাই গুনাহের গোলাম।
Nyochaa ইউহোন্না 8:34
7
ইউহোন্না 8:10-11
ঈসা উঠে সেই স্ত্রীলোকটিকে বললেন, “তাঁরা কোথায়? কেউ কি তোমাকে শাস্তির উপযুক্ত মনে করেন নি?” স্ত্রীলোকটি জবাব দিল, “জ্বী না হুজুর, কেউই করেন নি।” তখন ঈসা বললেন, “আমিও করি না। আচ্ছা যাও; গুনাহে জীবন আর কাটায়ো না।”
Nyochaa ইউহোন্না 8:10-11
Ulo
Akwụkwọ Nsọ
Atụmatụ
Vidiyo