1
পয়দায়েশ 4:7
Kitabul Mukkadas
যদি তুমি ভাল কাজ কর তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না? কিন্তু যদি ভাল কাজ না কর তবে তো গুনাহ্ তোমাকে পাবার জন্য তোমার দরজায় এসে বসে থাকবে; কিন্তু তাকে তোমার বশে আনতে হবে।”
Lee anya n'etiti ihe abụọ
Nyochaa পয়দায়েশ 4:7
2
পয়দায়েশ 4:26
পরে শিসের একটি ছেলে হল। তিনি তার নাম রাখলেন আনুশ। সেই সময় থেকে লোকেরা মাবুদের এবাদত করতে শুরু করল।
Nyochaa পয়দায়েশ 4:26
3
পয়দায়েশ 4:9
তখন মাবুদ কাবিলকে বললেন, “তোমার ভাই হাবিল কোথায়?” কাবিল বলল, “আমি জানি না। আমার ভাইয়ের দেখাশোনার ভার কি আমার উপর?”
Nyochaa পয়দায়েশ 4:9
4
পয়দায়েশ 4:10
তখন মাবুদ বললেন, “এ তুমি কি করেছ? দেখ, জমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে কাঁদছে।
Nyochaa পয়দায়েশ 4:10
5
পয়দায়েশ 4:15
তখন মাবুদ তাকে বললেন, “তাহলে যে তোমাকে খুন করবে তার উপর সাতগুণ প্রতিশোধ নেওয়া হবে।” এই বলে মাবুদ কাবিলের জন্য এমন একটা চিহ্নের ব্যবস্থা করলেন যাতে কেউ তাকে হাতে পেয়েও খুন না করে।
Nyochaa পয়দায়েশ 4:15
Ulo
Akwụkwọ Nsọ
Atụmatụ
Vidiyo