1
যোহনলিখিত সুসমাচার 1:12
পবিত্র বাইবেল
কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন।
Lee anya n'etiti ihe abụọ
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:12
2
যোহনলিখিত সুসমাচার 1:1
আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ছিলেন ঈশ্বর।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:1
3
যোহনলিখিত সুসমাচার 1:5
সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল; আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারে নি।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:5
4
যোহনলিখিত সুসমাচার 1:14
বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:14
5
যোহনলিখিত সুসমাচার 1:3-4
তাঁর মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোন কিছুরই সৃষ্টি হয় নি। তাঁর মধ্যে জীবন ছিল; আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:3-4
6
যোহনলিখিত সুসমাচার 1:29
পরের দিন যোহন যীশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, “ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান!
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:29
7
যোহনলিখিত সুসমাচার 1:10-11
সেই বাক্য জগতে ছিল এবং এই জগত তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল; কিন্তু জগত তাঁকে চিনতে পারে নি। যে জগত তাঁর নিজস্ব সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকরাই তাঁকে গ্রহণ করল না।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:10-11
8
যোহনলিখিত সুসমাচার 1:9
প্রকৃত যে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে এসেছিলেন।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:9
9
যোহনলিখিত সুসমাচার 1:17
কারণ মোশির মাধ্যমে বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছে।
Nyochaa যোহনলিখিত সুসমাচার 1:17
Ebe Mmepe Nke Mbụ Nke Ngwá
Akwụkwọ Nsọ
Atụmatụ Ihe Ogụgụ Gasị
Vidiyo Gasị