1
ইউহোন্না 4:24
Kitabul Mukkadas
আল্লাহ্ রূহ্; যারা তাঁর এবাদত করে, রূহে ও সত্যে তাদের সেই এবাদত করতে হবে।”
Համեմատել
Ուսումնասիրեք ইউহোন্না 4:24
2
ইউহোন্না 4:23
কিন্তু এমন সময় আসছে, এমন কি, এখনই সেই সময় এসে গেছে যখন আসল এবাদতকারীরা রূহে ও সত্যে পিতার এবাদত করবে। পিতাও এই রকম এবাদতকারীদেরই খোঁজেন।
Ուսումնասիրեք ইউহোন্না 4:23
3
ইউহোন্না 4:14
কিন্তু আমি যে পানি দেব, যে তা খাবে তার আর কখনও পিপাসা পাবে না। সেই পানি তার দিলের মধ্যে উথলে-ওঠা ঝর্ণা মত হয়ে অনন্ত জীবন দান করবে।”
Ուսումնասիրեք ইউহোন্না 4:14
4
ইউহোন্না 4:10
ঈসা সেই স্ত্রীলোকটিকে জবাব দিলেন, “তুমি যদি জানতে আল্লাহ্র দান কি আর কে তোমার কাছে পানি চাইছেন তবে তুমিই তাঁর কাছে পানি চাইতে আর তিনি তোমাকে জীবন্ত পানি দিতেন।”
Ուսումնասիրեք ইউহোন্না 4:10
5
ইউহোন্না 4:34
তখন ঈসা তাঁদের বললেন, “যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা এবং তাঁর কাজ শেষ করাই হল আমার খাবার।
Ուսումնասիրեք ইউহোন্না 4:34
6
ইউহোন্না 4:11
স্ত্রীলোকটি বলল, “কিন্তু আপনার কাছে পানি তুলবার কিছুই নেই আর কূয়াটাও গভীর। তবে সেই জীবন্ত পানি কোথা থেকে পেলেন?
Ուսումնասիրեք ইউহোন্না 4:11
7
ইউহোন্না 4:25-26
তখন সেই স্ত্রীলোকটি বলল, “আমি জানি মসীহ্ আসছেন। তিনি যখন আসবেন তখন সবই আমাদের জানাবেন।” ঈসা তাকে বললেন, “আমিই তিনি, যিনি তোমার সংগে কথা বলছেন।”
Ուսումնասիրեք ইউহোন্না 4:25-26
8
ইউহোন্না 4:29
“তোমরা একজন লোককে এসে দেখ। আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে উনিই কি সেই মসীহ্?”
Ուսումնասիրեք ইউহোন্না 4:29
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր