1
লুক 24:49
পবিএ বাইবেল CL Bible (BSI)
মনে রেখ, আমি আমার পিতার প্রতিশ্রুত দান তোমাদের কাছে পাঠাব, তাই ঊর্ধ্বলোক থেকে শক্তিলাভ না করা পর্যন্ত তোমরা এই নগরেই থাকবে।
Համեմատել
Ուսումնասիրեք লুক 24:49
2
লুক 24:6-7
গালীলে যখন তিনি ছিলেন, মনে করে দেখ, তিনি বলেছিলেন যে, পাপীদের হাতে মানবপুত্রকে সমর্পিত হতে হবে এবং ক্রুশে বিদ্ধ হতে হবে। তারপর তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন।
Ուսումնասիրեք লুক 24:6-7
3
লুক 24:31-32
সেই মুহূর্তে তাঁদের চোখ খুলে গেল। তাঁরা তাঁকে চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে যীশু তাঁদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। তাঁরা তখন পরস্পর বলতে লাগলেন, পথে যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তরে এক আবেগের উত্তাপ অনুভব করছিলাম না?
Ուսումնասիրեք লুক 24:31-32
4
লুক 24:46-47
এবং বললেন, শাস্ত্রে এ কথাই লেখা আছে, খ্রীষ্টকে মৃত্যুবরণ করতে হবে, তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে তিনি পুনরুত্থিত হবেন এবং জেরুশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে তাঁর নাম প্রচারিত হবে। তার ফলে মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে ও পাপের ক্ষমা লাভ করবে।
Ուսումնասիրեք লুক 24:46-47
5
লুক 24:2-3
গিয়ে দেখলেন, সমাধির মুখ থেকে পাথরখানা সরানো রয়েছে, কিন্তু ভিতরে গিয়ে তাঁরা যীশুর দেহ দেখতে পেলেন না।
Ուսումնասիրեք লুক 24:2-3
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր