1
আদিপুস্তক 37:5
Pobitro Baibel
একদিন যোষেফ একটা স্বপ্ন দেখলেন। তিনি সেই কথা তাঁর ভাইদের বলাতে তারা তাঁকে আরও বেশী হিংসা করতে লাগল।
Համեմատել
Ուսումնասիրեք আদিপুস্তক 37:5
2
আদিপুস্তক 37:3
বুড়ো বয়সের সন্তান বলে যোষেফকে ইস্রায়েল তাঁর অন্য ছেলেদের চেয়ে বেশী ভালবাসতেন। তিনি তাঁকে একটা পুরো হাতার লম্বা জামা বানিয়ে দিয়েছিলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:3
3
আদিপুস্তক 37:4
ভাইয়েরা যখন বুঝল যে, বাবা তাদের চেয়ে যোষেফকেই বেশী ভালবাসেন তখন তারা তাঁকে হিংসা করতে লাগল। তারা কোন কথাই তাঁর সংগে ভাল মনে বলতে পারত না।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:4
4
আদিপুস্তক 37:9
এর পর যোষেফ আরও একটা স্বপ্ন দেখলেন এবং তাঁর ভাইদের জানালেন। তিনি বললেন, “দেখ, আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম সূর্য, চাঁদ আর এগারোটা তারা আমাকে প্রণাম করছে।”
Ուսումնասիրեք আদিপুস্তক 37:9
5
আদিপুস্তক 37:11
এর পর যোষেফের প্রতি তাঁর ভাইদের মন হিংসায় ভরে উঠল, কিন্তু তাঁর বাবা কথাগুলো মনে গেঁথে রাখলেন, কাউকে বললেন না।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:11
6
আদিপুস্তক 37:6-7
যোষেফ তাদের বলেছিলেন, “শোন, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম, আমরা ক্ষেতে কেটে রাখা শস্যের আঁটি বাঁধছি; কিন্তু আশ্চর্য এই যে, আমার আঁটিটা সোজা হয়ে উঠে দাঁড়াল। তারপর তোমাদের আঁটিগুলো আমার আঁটিটাকে ঘিরে দাঁড়িয়ে প্রণাম করল।”
Ուսումնասիրեք আদিপুস্তক 37:6-7
7
আদিপুস্তক 37:20
চল, এখনই আমরা ওকে শেষ করে একটা গর্তের মধ্যে ফেলে দিই। পরে আমরা বলব, কোন বুনো জানোয়ার তাকে খেয়ে ফেলেছে, আর তার পরে আমরা দেখব ওর স্বপ্নের দশাটা কি হয়।”
Ուսումնասիրեք আদিপুস্তক 37:20
8
আদিপুস্তক 37:28
সেই মিদিয়নীয় ব্যবসায়ীরা কাছে আসতেই ভাইয়েরা যোষেফকে গর্ত থেকে টেনে তুলল এবং বিশ টুকরা রূপার বদলে ইশ্মায়েলীয়দের কাছে তাঁকে বেঁচে দিল। সেই ব্যবসায়ীরা যোষেফকে মিসরে নিয়ে গেল।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:28
9
আদিপুস্তক 37:19
তারা একে অন্যকে বলল, “ঐ দেখ, স্বপ্ন-দর্শক আসছে।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:19
10
আদিপুস্তক 37:18
ভাইয়েরা দূর থেকে যোষেফকে দেখতে পেল এবং তাদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই তারা তাঁকে মেরে ফেলবার ষড়যন্ত্র করল।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:18
11
আদিপুস্তক 37:22
সে তাদের পরামর্শ দিয়ে বলল, “খুন-খারাবি করতে যেয়ো না। ওর গায়ে হাত না তুলে বরং ওকে এই মরু-এলাকার এই গর্তটার মধ্যে ফেলে দাও।” পরে যোষেফকে তাদের হাত থেকে উদ্ধার করে বাবার হাতে তুলে দেবে মনে করেই সে এই কথাটা বলল।
Ուսումնասիրեք আদিপুস্তক 37:22
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր