1
আদিপুস্তক 32:28
Pobitro Baibel
লোকটি বললেন, “তুমি ঈশ্বর ও মানুষের সংগে যুদ্ধ করে জয়ী হয়েছ বলে তোমার নাম আর যাকোব থাকবে না, তোমার নাম হবে ইস্রায়েল (যার মানে ‘যিনি ঈশ্বরের সংগে যুদ্ধ করেন’)।”
Համեմատել
Ուսումնասիրեք আদিপুস্তক 32:28
2
আদিপুস্তক 32:26
তখন সেই লোকটি বললেন, “ভোর হয়ে আসছে, এবার আমাকে ছেড়ে দাও।” যাকোব বললেন, “আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না।”
Ուսումնասիրեք আদিপুস্তক 32:26
3
আদিপুস্তক 32:24
তাতে যাকোব একাই রয়ে গেলেন। তখন একজন লোক এসে ভোর না হওয়া পর্যন্ত তাঁর সংগে কুস্তি করলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:24
4
আদিপুস্তক 32:30
তখন যাকোব সেই জায়গাটার নাম রাখলেন পনূয়েল (যার মানে “ঈশ্বরের মুখ”)। তিনি বললেন, “আমি ঈশ্বরকে সামনাসামনি দেখেও বেঁচে রয়েছি।”
Ուսումնասիրեք আদিপুস্তক 32:30
5
আদিপুস্তক 32:25
সেই লোকটি যখন দেখলেন যে, তিনি যাকোবকে হারাতে পারছেন না তখন কুস্তি চলবার সময় তিনি যাকোবের ঊরুর জোড়ায় আঘাত করলেন। তাতে তাঁর ঊরুর হাড় ঠিক জায়গা থেকে সরে গেল।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:25
6
আদিপুস্তক 32:27
লোকটি বললেন, “তোমার নাম কি?” তিনি বললেন, “আমার নাম যাকোব।”
Ուսումնասիրեք আদিপুস্তক 32:27
7
আদিপুস্তক 32:29
যাকোব তাঁকে বললেন, “মিনতি করি, আপনি বলুন আপনার নাম কি?” তিনি বললেন, “তুমি আমার নাম জিজ্ঞাসা করছ কেন?” এই কথা বলেই তিনি যাকোবকে আশীর্বাদ করলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:29
8
আদিপুস্তক 32:10
তোমার এই দাসকে তুমি যে সমস্ত দয়া ও বিশ্বস্ততা দেখিয়েছ আমি তার যোগ্য নই। কেবল একখানা লাঠি হাতে নিয়ে আমি এই যর্দন নদী পার হয়েছিলাম, কিন্তু এখন আমার সংগে রয়েছে দু’টা বড় দল।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:10
9
আদিপুস্তক 32:32
এইজন্যই ইস্রায়েলীয়েরা আজও ঊরুর জোড়ার উপরকার মাংস খায় না, কারণ ঊরুর জোড়ার উপরেই যাকোবকে আঘাত করা হয়েছিল।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:32
10
আদিপুস্তক 32:9
যাকোব ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, আমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর, আমার বাবা ইস্হাকের ঈশ্বর, তুমিই তো আমাকে বলেছ আমার দেশে, আমার নিজের লোকদের কাছে ফিরে যেতে, আর সেখানেই তুমি আমার মংগল করবে।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:9
11
আদিপুস্তক 32:11
আমি মিনতি করি, আমার ভাই এষৌর হাত থেকে তুমি আমাকে রক্ষা কর। আমার ভয় হচ্ছে সে এসে আমাদের মেরে ফেলবে, মা-শিশু কাউকেই রেহাই দেবে না।
Ուսումնասիրեք আদিপুস্তক 32:11
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր