1
আদিপুস্তক 25:23
Pobitro Baibel
সদাপ্রভু তাঁকে বললেন, “তোমার গর্ভে দু’টি ভিন্ন জাতির শুরু হয়েছে, জন্ম থেকেই তারা দু’টি ভিন্ন বংশ হবে। একটির চেয়ে আর একটির শক্তি বেশী হবে, বড়টি তার ছোটটির দাস হবে।”
Համեմատել
Ուսումնասիրեք আদিপুস্তক 25:23
2
আদিপুস্তক 25:30
তিনি যাকোবকে বললেন, “আমি খুব ক্লান্ত। তোমার ঐ লাল জিনিস থেকে আমাকে কিছুটা খেতে দাও।” এই কথার জন্য এষৌর আর এক নাম হল ইদোম (যার মানে “লাল”)।
Ուսումնասիրեք আদিপুস্তক 25:30
3
আদিপুস্তক 25:21
ইস্হাকের স্ত্রী বন্ধ্যা ছিলেন বলে ইস্হাক তাঁর জন্য সদাপ্রভুর কাছে ভিক্ষা চাইলেন। সদাপ্রভু তা মঞ্জুর করলেন এবং রিবিকা গর্ভবতী হলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 25:21
4
আদিপুস্তক 25:32-33
এষৌ বললেন, “দেখ, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, বড় ছেলের অধিকার দিয়ে আমি কি করব?” যাকোব বললেন, “আগে তুমি আমার কাছে শপথ কর।” তখন এষৌ শপথ করে বড় ছেলের অধিকার যাকোবের কাছে বিক্রি করে দিলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 25:32-33
5
আদিপুস্তক 25:26
তারপর এষৌর পায়ের গোড়ালি-ধরা অবস্থায় তার ভাইয়ের জন্ম হল। এইজন্য তার নাম রাখা হল যাকোব (যার মানে “গোড়ালি-ধরা”)। ইস্হাকের ষাট বছর বয়সে তাঁর স্ত্রীর গর্ভে এদের জন্ম হয়েছিল।
Ուսումնասիրեք আদিপুস্তক 25:26
6
আদিপুস্তক 25:28
শিকার করা মাংস খাওয়ার দিকে ইস্হাকের একটা ঝোঁক ছিল বলে তিনি এষৌকে বেশী ভালবাসতেন, কিন্তু রিবিকা বেশী ভালবাসতেন যাকোবকে।
Ուսումնասիրեք আদিপুস্তক 25:28
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր