1
আদিপুস্তক 11:6-7
Pobitro Baibel
তিনি বলেছিলেন, “এরা একই জাতির লোক এবং এদের ভাষাও এক; সেইজন্যই এই কাজে তারা হাত দিয়েছে। নিজেদের মতলব হাসিল করবার জন্য এর পর এরা আর কোন বাধাই মানবে না। কাজেই এস, আমরা নীচে গিয়ে তাদের ভাষায় গোলমাল বাধিয়ে দিই যাতে তারা একে অন্যের কথা বুঝতে না পারে।”
Համեմատել
Ուսումնասիրեք আদিপুস্তক 11:6-7
2
আদিপুস্তক 11:4
তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য একটা শহর তৈরী করি এবং এমন একটা উঁচু ঘর তৈরী করি যার চূড়া গিয়ে আকাশে ঠেকবে। এতে আমাদের সুনামও হবে আর আমরা সারা জগতে ছড়িয়েও পড়ব না।”
Ուսումնասիրեք আদিপুস্তক 11:4
3
আদিপুস্তক 11:9
এইজন্য সেই জায়গার নাম হল বাবিল, কারণ সেখানেই সদাপ্রভু সারা পৃথিবীতে ভাষার মধ্যে গোলমাল বাধিয়ে দিয়েছিলেন। সেখান থেকেই তিনি তাদের পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 11:9
4
আদিপুস্তক 11:1
তখনকার দিনে সারা দুনিয়ার মানুষ কেবল একটি ভাষাতেই কথা বলত এবং তাদের শব্দগুলোও ছিল একই।
Ուսումնասիրեք আদিপুস্তক 11:1
5
আদিপুস্তক 11:5
মানুষ যে শহর ও উঁচু ঘর তৈরী করছিল তা দেখবার জন্য সদাপ্রভু নেমে আসলেন।
Ուսումնասիրեք আদিপুস্তক 11:5
6
আদিপুস্তক 11:8
তারপর সদাপ্রভু সেই জায়গা থেকে তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এতে তাদের সেই শহর তৈরীর কাজও বন্ধ হয়ে গেল।
Ուսումնասիրեք আদিপুস্তক 11:8
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր