1
আদিপুস্তক 2:24
পবিএ বাইবেল CL Bible (BSI)
এই কারণেই মানুষ তার পিতামাতাকে পরিত্যাগ করে স্ত্রীর প্রতি আসক্ত হয় এবং তারা দুজনে হয় একাঙ্গ।
Comparer
Explorer আদিপুস্তক 2:24
2
আদিপুস্তক 2:18
তারপর প্রভু পরমেশ্বর বললেন, মানুষের একা থাকা ভাল নয়, আমি তাকে তার যোগ্য এক সঙ্গিনী দেব।
Explorer আদিপুস্তক 2:18
3
আদিপুস্তক 2:7
প্রভু পরমেশ্বর তখন মাটি দিয়ে মানুষ গড়লেন এবং তার নাসিকায় আপন প্রশ্বাসে প্রাণবায়ু সঞ্চারিত করলেন । তখন মানুষ পরিণত হল এক সজীব সত্তায়।
Explorer আদিপুস্তক 2:7
4
আদিপুস্তক 2:23
আদম তখন বললেন, এবার আমি পেলাম তাকে যে আমার একান্ত আপন, আমারই অস্থি থেকে যার উদ্ভব! সম্ভূতা সে নরের সত্তা থেকে নারী হবে তার নাম।
Explorer আদিপুস্তক 2:23
5
আদিপুস্তক 2:3
সপ্তম দিবসকে ঈশ্বর বিশেষ দিনরূপে প্রতিষ্ঠা দান করলেন, কারণ ঐ দিন ঈশ্বর তাঁর সৃষ্টির সকল কর্ম থেকে বিরত হয়ে বিশ্রাম গ্রহণ করেছিলেন।
Explorer আদিপুস্তক 2:3
6
আদিপুস্তক 2:25
আদম ও তাঁর স্ত্রী ছিলেন উলঙ্গ। কিন্তু তখন তাঁদের কোন লজ্জাবোধ ছিল না।
Explorer আদিপুস্তক 2:25
Accueil
Bible
Plans
Vidéos