যোহন 2

2
কান্না নগরে বিবাহ উৎসব
1এরপর তৃতীয় দিনে গালীল প্রদেশের কান্না নগরে ছিল এক বিবাহ উৎসব। যীশুর জননী সেখানে ছিলেন এবং#যোহন 1:43 2শিষ্যসহ যীশুও নিমন্ত্রিত হয়েছিলেন। 3ভোজের সময় সমস্ত দ্রাক্ষারস শেষ হয়ে যাওয়ায় যীশুর জননী যীশুকে বললেন, এদের দ্রাক্ষারস ফুরিয়ে গেছে। 4যীশু তাঁকে বললেন, এ ব্যাপারে তোমার আমার কি করার আছে মা#2:4 গ্রীক শব্দটির অর্থ নারী-এই শব্দটি মা এবং অন্যান্য নারীর প্রতি সম্ভ্রমসূচক অর্থে ব্যবহৃত হয়। ? আমার সময় এখনও আসে নি।#মথি 12:48; মার্ক 1:24; যোহন 7:6-8,10,19,26; লুক 22:53; ১ রাজা 18 5যীশুর জননী তখন ভৃত্যদের বললেন, ইনি তোমাদের যা বলেন, তাই কর।#আদি 41:55
6কাছেই ছিল জল রাখার জন্য পাথরের ছটা জালা। এক একটা জালায় প্রায় একশো লিটার জল ধরত। ইহুদীদের ধর্মীয় রীতি অনুযায়ী শুচিকরণের জল ঐগুলিতে রাখা হত।#মার্ক 7:3-4 7যীশু ভৃত্যদের বললেন, এই জালাগুলোয় জল ভরে দাও। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। 8যীশু বললেন, এবার ওটা থেকে কিছুটা তুলে নিয়ে উৎসবের কর্মকর্তাকে দাও গিয়ে। তারা তাই করল। 9দ্রাক্ষারসে পরিণত সেই জল কর্মকর্তা আস্বাদন করলেন। যে ভৃত্যেরা জল তুলেছিল তারা জানলেও কর্মকর্তা জানতেন না কোথা থেকে এল এই দ্রাক্ষারস, 10তাই তিনি বরকে ডেকে বললেন, সকলেই সবচেয়ে ভাল দ্রাক্ষারস আগে পরিবেশন করে। অতিথিরা পর্যাপ্ত পরিমাণে পান করলে পর সাধারণ দ্রাক্ষারস পরিবেশন করা হয়। আর তুমি এখনো পর্যন্ত উৎকৃষ্ট দ্রাক্ষারস রেখে দিয়েছ?
11গালীল প্রদেশের কান্না নগরে এটিই ছিল যীশুর ঐশীশক্তির প্রথম নিদর্শন। এতে তাঁর খ্যাতি প্রচারিত হল এবং এই ঘটনায় তাঁর উপরে শিষ্যদের বিশ্বাস দৃঢ় হল।#যোহন 1:14; 11:40 12এরপর যীশু তাঁর জননী, ভ্রাতা ও শিষ্যদের সঙ্গে কফরনাউম শহরে চলে গেলেন এবং সেখানে কয়েকদিন থাকলেন।#আদি 4:13; যোহন 7:3
জেরুশালেম মন্দিরের দুর্নীতি সংস্কার
(মথি 21:12-13; মার্ক 11:15-17; লুক 19:45-46)
13ইহুদীদের আগতপ্রায় তারণোৎসবে যোগ দিতে যীশু জেরুশালেমে গেলেন।#যোহন 6:4; 11:55 14মন্দিরে গিয়ে তিনি দেখলেন, সেখানে গরু, ভেড়া, পায়রা বেচাকেনা চলছে, অন্যদিকে চলছে মহাজনদের কারবার।#মথি 21:12-13; মার্ক 11:15-17; লুক 19:45-46 15যীশু তখন দড়ি দিয়ে একটা চাবুক তৈরী করে সেটা দিয়ে গরু, ভেড়া সমেত তাদের সকলকে মন্দির থেকে তাড়িয়ে দিলেন! মহাজনদের টেবিলগুলো উল্টে ফেলে তাদের টাকাকড়ি সব ছড়িয়ে দিলেন। 16যারা পায়রা বিক্রী করছিল তাদের বললেন, এখান থেকে সরিয়ে নিয়ে যাও এগুলো। আমার পিতার গৃহকে ব্যবসাক্ষেত্রে পরিণত করো না।#লুক 2:49 17যীশুর শিষ্যদের মনে পড়ল শাস্ত্রের কথা, ‘তোমরা মন্দিরের পরিচর্যার আকুল আগ্রহ আমায় করেছে অস্থির।’#গীত 69:9 18ইহুদী ধর্মগুরুরা তাঁকে জিজ্ঞাসা করলো, কোন অধিকারে তুমি এই কাজ করছ? কি তার নিদর্শন?#মথি 21:23; যোহন 6:30; 3:2 19যীশু তাঁদের বললেন, ধ্বংস কর এই মন্দির, আমি তিনদিনে এটি আবার গড়ে তুলব।#মথি 26:61; 27:40; যোহন 10:18 20ইহুদীরা বলল, এ মন্দির গড়তে ছেচল্লিশ বৎসর লেগেছে, আর তুমি কি না তিনদিনে এটিকে গড়ে তুলবে? 21যীশু কিন্তু নিজের দেহমন্দিরের কথাই বলেছিলেন।#১ করি 6:19 22তাই যেদিন তিনি মৃত্যুলোক থেকে পুনরুত্থিত হয়েছিলেন, সেদিন তাঁর শিষ্যেরা স্মরণ করেছিলেন তাঁর এই বাণী। তার ফলে শাস্ত্রে ও তাঁর বাণীতে তাঁদের বিশ্বাস হয়েছিল দৃঢ়তর।
23তারণোৎসবের সময় যীশু যখন জেরুশালেমে তখন তাঁর ঐশী শক্তির পরিচায়ক অনেক কাজ দেখে বহুজন তাঁকে বিশ্বাস করল। 24কিন্তু তাদের এই বিশ্বাসে যীশুর আস্থা ছিল না 25কারণ তিনি সকলকে ভালভাবেই জানতেন। এ জন্য কারও সম্বন্ধে তাঁর সাক্ষ্য প্রমাণাদির দরকার ছিল না। মানুষের অন্তরের ভাব তিনি জানতেন।#মার্ক 2:8; যোহন 16:30; 21:17

Tällä hetkellä valittuna:

যোহন 2: BENGALCL-BSI

Korostus

Jaa

Kopioi

None

Haluatko, että korostuksesi tallennetaan kaikille laitteillesi? Rekisteröidy tai kirjaudu sisään