1
লুক 6:38
পবিএ বাইবেল CL Bible (BSI)
দান কর, তাহলে তোমাদেরও দেওয়া হবে। তোমাদের হাতের পাত্র ঠেসে ঝাঁকিয়ে, এমনভাবে বোঝাই করে দেওয়া হবে যে তা উপচে পড়বে। যে পরিমাপে তুমি দেবে, সেই পরিমাপেই তুমি ফিরে পাবে।
Vertaa
Tutki লুক 6:38
2
লুক 6:45
সৎ ব্যক্তির মহৎ অন্তরের ভাণ্ডার থেকে যা কিছু ভাল তাই বার হয়ে আসে এবং অসৎ ব্যক্তির হীন অন্তরের ভাণ্ডার থেকে মন্দই বার হয়ে আসে। কারণ মানুষের হৃদয়ে যার প্রাচুর্য, সেই অনুযায়ীই সে কথা বলে।
Tutki লুক 6:45
3
লুক 6:35
কিন্তু শত্রুদের তোমরা ভালবেসো, তাদের মঙ্গল করো, ঋণ দিও —প্রতিদানে কিছুই প্রত্যাশা করো না। তাহলে তোমরা প্রচুর পুরস্কার পাবে এবং পরাৎপরের সন্তান হতে পারবে। কারণ অকৃতজ্ঞ ও স্বার্থপরদের প্রতিও তিনি সদয়।
Tutki লুক 6:35
4
লুক 6:36
তোমাদের পিতা যেমন করুণাময় তোমরাও তেমনি করুণাপরবশ হও।
Tutki লুক 6:36
5
লুক 6:37
পরের বিচার করতে যেও না, তাহলে তোমাদেরও বিচার হবে না। কাউকে দোষী সাব্যস্ত করো না, তাহলে তোমাদেরও দোষী করা হবে না। ক্ষমা কর, তাহলে তোমারাও ক্ষমা লাভ করবে।
Tutki লুক 6:37
6
লুক 6:27-28
শোন আমি তোমাদের বলছি —তোমরা শত্রুদের ভালবাস। যারা তোমাদের ঘৃণা করে, তাদের মঙ্গল কর, যারা তোমাদের অভিশাপ দেয়, আশীর্বাদ কর তাদের। যারা তোমাদের অপমান করে, তাদের জন্য প্রার্থনা কর।
Tutki লুক 6:27-28
7
লুক 6:31
তোমরা মানুষের কাছে যেমন ব্যবহার চাও, তাদের সঙ্গেও তেমনি ব্যবহার করবে।
Tutki লুক 6:31
8
লুক 6:29-30
যে তোমাদের একটি গালে চন মারে, অন্য গালটিও তার দিকে ফিরিয়ে দিও। যে তোমাদের চাদর কেড়ে নেয় তাকে জামাটি নিতেও বাধা দিও না। যারা তোমাদের কাছে ভিক্ষা চায়, তাদের সকলকে ভিক্ষা দিও এবং যারা তেআমাদের জিনিস কেড়ে নেয়, তাদের কাছে আর সেটা ফেরত চেয়ো না।
Tutki লুক 6:29-30
9
লুক 6:43
কখনও কোন ভাল গাছে খারাপ ফল ধরে না, আবার খারাপ গাছেও ভাল ফল ধরে না।
Tutki লুক 6:43
10
লুক 6:44
প্রত্যেকটি গাছ ফল দিয়ে চেনা যায়। কাঁটা ঝোপ থেকে ডুমুর অথবা বৈঁচি ঝোপ থেকে আঙ্গুর সংগ্রহ করা যায় না।
Tutki লুক 6:44
Koti
Raamattu
Suunnitelmat
Videot