1
লূকলিখিত সুসমাচার 2:11
পবিত্র বাইবেল
কারণ রাজা দায়ূদের নগরে আজ তোমাদের জন্য একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে। তিনি খ্রীষ্ট প্রভু।
Compare
Avasta লূকলিখিত সুসমাচার 2:11
2
লূকলিখিত সুসমাচার 2:10
সেই স্বর্গদূত তাদের বললেন, “ভয় নেই, দেখ আমি তোমাদের কাছে এক আনন্দের সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদ সকলের জন্য মহা আনন্দের হবে।
Avasta লূকলিখিত সুসমাচার 2:10
3
লূকলিখিত সুসমাচার 2:14
“স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।”
Avasta লূকলিখিত সুসমাচার 2:14
4
লূকলিখিত সুসমাচার 2:52
এইভাবে যীশু বয়সে ও জ্ঞানে বড় হয়ে উঠলেন, আর ঈশ্বর ও মানুষের ভালবাসা লাভ করলেন।
Avasta লূকলিখিত সুসমাচার 2:52
5
লূকলিখিত সুসমাচার 2:12
আর তোমাদের জন্য এই চিহ্ন রইল, তোমরা দেখবে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে একটা জাবনা খাবার পাত্রে শুইয়ে রাখা হয়েছে।”
Avasta লূকলিখিত সুসমাচার 2:12
6
লূকলিখিত সুসমাচার 2:8-9
সেখানে গ্রামের বাইরে মেষপালকরা রাতে মাঠে তাদের মেষপাল পাহারা দিচ্ছিল। এমন সময় প্রভুর এক স্বর্গদূত তাদের সামনে উপস্থিত হলে প্রভুর মহিমা চারদিকে উজ্জ্বল হয়ে দেখা দিল। এই দেখে মেষপালকরা খুব ভয় পেয়ে গেল।
Avasta লূকলিখিত সুসমাচার 2:8-9
Home
Bible
Plans
Videos