শুমারী ভূমিকা
ভূমিকা
তৌরাত শরীফের এই চতুর্থ সিপারাটিকে শুমারী সিপারা বলা হয়েছে, কারণ ১ রুকুতে এবং ২৬ রুকুতে আদমশুমারীর কথা আছে। সারা সিপারাটার মধ্যে সংখ্যাবাচক অন্যান্য খবরও দেওয়া হয়েছে। এই সিপারার হিব্রু শিরোনাম হল “মরুভূমির মধ্যে”। এতে মরুভূমিতে ৩৮ বছর ধরে বনি-ইসরাইলদের ঘুরে বেড়াবার ইতিহাস আছে। শুমারী সিপারার মূল বিষয় হল এবাদত-কাজ এবং রূহানী উন্নতি বা অবনতি। তৌরাত শরীফের এই চতুর্থ সিপারাটিতে অনেক মজার মজার ঘটনার কথা আছে, যেমন গোয়েন্দাদের কেনান দেশ দেখতে যাওয়া (১৩ ও ১৪ রুকু), কারুনের বিদ্রোহ (১৬ রুকু), হযরত হারুনের লাঠিতে ফুল (১৭ রুকু), ব্রোঞ্জের সাপ (২১:১-২২:১ আয়াত), বালাম ও তাঁর গাধা (২২:২-২৫:১৮ আয়াত), এবং আরও অনেক ঘটনা।
বিষয় সংক্ষেপ:
(ক) তুর পাহাড়ে শেষ দিনগুলো (১:১-১০:১০ আয়াত)
(খ) তুর পাহাড় থেকে মোয়াবের সমভূমিতে (১০:১১-২২:১ আয়াত)
(গ) মোয়াবের সমভূমিতে বিভিন্ন ঘটনা (২২:২-৩৬:১৩ আয়াত)
Currently Selected:
শুমারী ভূমিকা: MBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006