YouVersion Logo
Search Icon

১ শামুয়েল ভূমিকা

ভূমিকা
কাজীগণ নামে কিতাবটিতে লেখা শাসনকর্তাদের আমল থেকে হযরত দাউদ (আঃ)-এর রাজবংশ পুরোপুরি ভাবে স্থাপিত হওয়ার মধ্যে ইতিহাসের যে ফাঁক রয়েছে তা প্রথম শামুয়েল ও দ্বিতীয় শামুয়েল নামে কিতাব দু’টি পূর্ণ করেছে। এই দু’টি কিতাব প্রথমে একটি কিতাব ছিল। খ্রীষ্টপূর্ব বারো শতাব্দী থেকে দশ শতাব্দীর প্রথম দিকে বনি-ইসরাইলদের সংগে আল্লাহ্‌র ব্যবহারের কথা প্রথম ও দ্বিতীয় শামুয়েলে লেখা আছে। হযরত শামুয়েল (নবী ও কাজী-শাসনকর্তা), বাদশাহ্‌ তালুত (বাতিল করা বাদশাহ্‌) এবং হযরত দাউদ (রাখাল, নবী ও বাদশাহ্‌) হলেন এই কিতাবের প্রধান চরিত্র এবং তাঁদের ঘিরেই ঘটনাগুলো পর পর সাজানো হয়েছে। আল্লাহ্‌ হযরত শামুয়েল (আঃ)-কে নিযুক্ত করেছিলেন যেন তিনি কাজী-শাসনকর্তাদের যুগ শেষ করতে এবং বাদশাহ্‌দের যুগ শুরু করতে পারেন। হযরত শামুয়েল (আঃ) ছিলেন শেষ কাজী-শাসনকর্তা এবং ইসরাইল রাজ্য প্রতিষ্ঠার নতুন নবীদের মধ্যে যুগের প্রথম নবী। তিনিই ইসরাইলের প্রথম বাদশাহ্‌কে অভিষেক করেছিলেন। কিতাব দু’টির প্রধান বিষয় হল আল্লাহ্‌ (যিনি বনি-ইসরাইলদের আসল বাদশাহ্‌) কেমন করে বনি-ইসরাইলদের অনুরোধে রাজপদ প্রথমে বাদশাহ্‌ তালুতকে ও পরে বাদশাহ্‌ হযরত দাউদ (আঃ) আর তাঁর বংশধরদের হাতে দিয়েছিলেন।
বিষয়-সংক্ষেপ:
(ক) রাজপদে তালুতের অভিষেক পর্যন্ত হযরত শামুয়েলের কাজ (১-৯ রুকু)
(খ) রাজপদ থেকে বাতিল না হওয়া পর্যন্ত তালুতের রাজত্ব (১০-১৫ রুকু)
(গ) তালুতের মৃত্যু পর্যন্ত হযরত দাউদের জীবনের ঘটনা (১৬-৩০ রুকু)
(ঘ) তালুতের মৃত্যু (৩১ রুকু)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in