YouVersion Logo
Search Icon

শুমারী 24

24
বালামের তৃতীয় দৈববাণী
1বালাম যখন দেখলো, ইসরাইলকে দোয়া করতেই মাবুদের মনঃপূত, তখন আর আগের মত মন্ত্র পাবার জন্য গমন করলো না, কিন্তু মরুভূমির দিকে মুখ করলো। 2বালাম চোখ তুলে দেখলো, ইসরাইলরা গোষ্ঠীর ক্রম অনুযায়ী বাস করছে; আর আল্লাহ্‌র রূহ্‌ তার উপরে আসলেন। 3তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,
বিয়োরের পুত্র বালাম বলছে,
যার চোখ খোলা, সেই পুরুষ বলছে;
4যে আল্লাহ্‌র কালাম শোনে,
যে সর্বশক্তিমানের দর্শন পায়,
সে সেজদায় পড়েছে ও যার চোখ খুলে
গেছে সে বলছে;
5হে ইয়াকুব, তোমার সমস্ত তাঁবু,
হে ইসরাইল,
তোমার শরীয়ত-তাঁবুগুলো কেমন
মনোহর।
6সেগুলো উপত্যকার মত বিস্তৃত,
নদীর তীরের বাগানের মত,
মাবুদের রোপিত অগুরু গাছের মত,
জলাশয়ের তীরে এরস গাছের মত।
7তার কলস থেকে পানি উথলে উঠবে,
তার বীজ অনেক পানিতে সিক্ত হবে,
তার বাদশাহ্‌ অগাগের চেয়েও
মহান হবেন,
তার রাজ্য উন্নত হবে।
8আল্লাহ্‌ মিসর থেকে তাদের এনেছেন,
তিনি ষাঁড়ের মত শক্তিশালী;
সে তার বিপক্ষ জাতিদেরকে গ্রাস করবে,
তাদের অস্থি চূর্ণ করবে,
সে তীর দ্বারা তাদেরকে ভেদ করবে।
9সে শয়ন করলো, গুঁড়ি মারলো,
সিংহ ও সিংহীর মত;
কে তাকে উঠাবে?
যে তোমাকে দোয়া করে,
সে দোয়া লাভ করে,
যে তোমাকে বদদোয়া দেয়,
সে বদ্‌দোয়াগ্রস্ত হোক।
10তখন বালামের প্রতি বালাকের ক্রোধ প্রজ্বলিত হলে তিনি মুষ্টিবদ্ধ হাতে আস্ফালন করে বালামকে বললেন, আমার দুশমনদেরকে বদদোয়া দিতে আমি আপনাকে আনিয়েছিলাম, আর দেখুন, এই তিনবার আপনি সর্বতোভাবে তাদেরকে দোয়া করলেন। 11এখন স্বস্থানে পালিয়ে যান; আমি বলেছিলাম, আপনাকে অতিশয় গৌরবান্বিত করবো, কিন্তু দেখুন, মাবুদ তা আপনাকে পেতে দিলেন না। 12তাতে বালাম বালাককে বললো, আমি কি আপনার প্রেরিত দূতদের সাক্ষাতেই বলি নি, 13যদিও বালাক সোনা ও রূপায় পরিপূর্ণ তাঁর বাড়ি আমাকে দেন, তবুও আমি নিজের ইচ্ছায় ভাল বা মন্দ করার জন্য মাবুদের হুকুম লঙ্ঘন করতে পারব না, মাবুদ যা বলবেন, আমি তা-ই বলবো; 14এখন দেখুন, আমি স্বজাতির কাছে যাচ্ছি; আসুন, এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে, তা আপনাকে জানাই।
বালামের চতুর্থ দৈববাণী
15পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো;
বিয়োরের পুত্র বালাম বলছে,
যার চোখ খোলা রয়েছে,
সেই পুরুষ বলছে;
16যে আল্লাহ্‌র কালাম শোনে,
যে আল্লাহ্‌তা’লার তত্ত্ব জানে,
যে সর্বশক্তিমানের দর্শন পায়,
সে সেজদায় পড়েছে
ও যার চোখ খুলে গেছে
সে বলছে;
17আমি তাঁকে দেখবো, কিন্তু এখন নয়,
তাঁকে দর্শন করবো কিন্তু কাছে নয়;
ইয়াকুব থেকে একটি তারা উদিত হবে,
ইসরাইল থেকে একটি রাজদণ্ড উঠবে,
তা মোয়াবের দুই পাশ ভেঙ্গে ফেলবে,
কলহের সন্তানদেরকে সংহার করবে।
18সে ইদোম অধিকার করবে,
তার দুশমন সেয়ীরও আসবে তার
অধিকারে,
আর ইসরাইল বীরের কাজ করবে।
19ইয়াকুব থেকে উৎপন্ন এক জন
কর্তৃত্ব করবেন,
নগরের অবশিষ্ট লোকদেরকে
বিনষ্ট করবেন।
20পরে সে আমালেকের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো,
আমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল,
কিন্তু বিনাশ হবে এর সর্বশেষ পরিণাম।
21পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো,
তোমার নিবাস অতি দৃঢ়
তোমার বাসস্থান শৈলে স্থাপিত।
22তবুও কেনীয় ক্ষয় পাবে,
শেষে আশেরিয়া তোমাকে বন্দী করে
নিয়ে যাবে,
23পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো,
হায়, যখন আল্লাহ্‌ এই করেন, তখন কে বাঁচবে?
24কিন্তু সাইপ্রাসের তীর থেকে জাহাজ
আসবে,
তারা আশেরিয়াকে জুলুম করবে,
এবরকে নির্যাতন করবে,
কিন্তু তারও বিনাশ ঘটবে।
25পরে বালাম উঠে স্বস্থানে ফিরে গেল এবং বালাকও তার পথে চলে গেলেন।

Currently Selected:

শুমারী 24: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in