YouVersion Logo
Search Icon

হিজরত 30

30
ধূপগাহ্‌
1আর তুমি ধূপ জ্বালাবার জন্য শিটীম কাঠ দিয়ে একটি ধূপগাহ্‌ তৈরি করবে। 2তা এক হাত লম্বা ও এক হাত চওড়া চারকোনা বিশিষ্ট হবে এবং দুই হাত উঁচু হবে, তার সমস্ত শিং তার সঙ্গে অখণ্ড হবে। 3আর তুমি সেই ধূপগাহ্‌, তার উপরের অংশ ও চারপাশ ও শৃঙ্গ খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দেবে এবং তার চারদিকে সোনার কিনারা গড়ে দেবে। 4আর তার কিনারার নিচে দুই কোণের কাছে সোনার দু’টা করে কড়া গড়ে দেবে, দুই পাশে গড়ে দেবে; তা ধূপগাহ্‌ বহন করার জন্য বহন-দণ্ডের ঘর হবে। 5আর ঐ বহন-দণ্ড শিটীম কাঠ দিয়ে প্রস্তুত করে সোনা দিয়ে মুড়িয়ে দেবে। 6আর শরীয়ত-সিন্দুকের কাছে থাকা পর্দার অগ্রভাগে, শরীয়ত-সিন্দুকের উপরিস্থ গুনাহ্‌-আবরণের সম্মুখে তা রাখবে, সেই স্থানে আমি তোমার কাছে দেখা দেবো। 7আর হারুন তার উপরে সুগন্ধি ধূপ জ্বালাবে; প্রতি প্রভাতে প্রদীপ পরিষ্কার করার সময়ে সে ঐ ধূপ জ্বালাবে। 8আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবার সময়ে হারুন ধূপ জ্বালাবে, তাতে তোমাদের পুরুষানুক্রমে মাবুদের সম্মুখে নিয়মিত ভাবে ধূপ জ্বালানো হবে। 9তোমরা তার উপরে অন্য ধূপ, কিংবা পোড়ানো-কোরবানী, কিংবা শস্য-উৎসর্গ ও অন্যান্য কোরবানী করো না ও তার উপরে পেয় উৎসর্গ ঢেলো না। 10আর বছরের মধ্যে একবার হারুন তার শিংগুলোর উপর কাফ্‌ফারার অনুষ্ঠান করবে। তোমাদের পুরুষানুক্রমে বছরের মধ্যে একবার কাফ্‌ফারার গুনাহ্‌-কোরবানীর রক্ত দিয়ে তার জন্য কাফ্‌ফারা দেবে; এই কোরবানগাহ্‌ মাবুদের উদ্দেশে অতি পবিত্র।
প্রাণের জন্য কাফ্‌ফারা
11পরে মাবুদ মূসাকে এই কথা বললেন, 12তুমি যখন বনি-ইসরাইলদের সংখ্যা গ্রহণ কর, তখন যাদেরকে গণনা করা যায়, তারা প্রত্যেকে গণনাকালে মাবুদের কাছে নিজ নিজ প্রাণের জন্য কাফ্‌ফারা দেবে, যেন তাদের মধ্যে গণনাকালে আঘাত না আসে। 13তাদের দেয় এই; যে কেউ গণনা-করা লোকদের মধ্যে আসবে, সে পবিত্র স্থানের মাপ অনুসারে অর্ধেক শেকল দেবে; বিশ গেরাতে এক শেকল হয়; সেই অর্ধেক শেকল মাবুদের উদ্দেশে উপহার হবে। 14বিশ বছর বয়স্ক কিংবা তার বেশি বয়স্ক যে কেউ গণনা-করা লোকদের মধ্যে আসবে, সে মাবুদকে ঐ উপহার দেবে। 15তোমাদের প্রাণের কাফ্‌ফারা করার জন্য মাবুদকে সেই উপহার দেবার সময়ে ধনবান অর্ধেক শেকলের বেশি দেবে না এবং দরিদ্র তার কম দেবে না। 16আর তুমি বনি-ইসরাইল থেকে সেই কাফ্‌ফারার টাকা নিয়ে জমায়েত-তাঁবুর কাজের জন্য দেবে; তোমাদের প্রাণের কাফ্‌ফারার নিমিত্ত তা বনি-ইসরাইলদের স্মরণ করার জন্য মাবুদের সম্মুখে থাকবে।
হাত-পা ধোয়ার পাত্র
17আর মাবুদ মূসাকে বললেন, 18তুমি ধোয়ার জন্য ব্রোঞ্জের একটি পাত্র ও তা বসাবাস জন্য ব্রোঞ্জের আসন প্রস্তুত করবে এবং জমায়েত-তাঁবুর ও কোরবানগাহ্‌র মধ্যস্থানে রাখবে ও তার মধ্যে পানি দেবে। 19হারুন ও তার পুত্ররা সেই পাত্রে নিজ নিজ হাত ও পা ধুয়ে নেবে। 20তারা যেন মারা না পরে, এজন্য জমায়েত-তাঁবুতে প্রবেশ কালে পানিতে নিজেদের ধুয়ে নেবে; কিংবা পরিচর্যা করার জন্য, মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার পোড়াবার জন্য কোরবানগাহ্‌র কাছে আগমনকালে নিজ নিজ হাত ও পা ধুয়ে নেবে, 21তারা যেন মারা না পড়ে সেজন্য তা করবে, এটি তাদের পক্ষে চিরস্থায়ী নিয়ম, পুরুষানুক্রমে হারুন ও তার বংশের জন্য।
পবিত্র তেল ও ধূপ
22আর মাবুদ মূসাকে বললেন, 23তুমি তোমার কাছে উত্তম উত্তম সুগন্ধি দ্রব্য, অর্থাৎ পবিত্র স্থানের মাপ অনুসারে পাঁচ শত শেকল খাঁটি গন্ধরস, তার অর্ধেক অর্থাৎ আড়াই শত শেকল সুগন্ধি দারুচিনি, আড়াই শত শেকল বচ, 24পাঁচ শত শেকল সূক্ষ্ম দারুচিনি ও এক হিন জলপাইয়ের তেল নেবে। 25এ সমস্ত কিছু দ্বারা তুমি অভিষেকের পবিত্র তেল সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া মতে প্রস্তুত করবে, তা অভিষেকের জন্য পবিত্র তেল হবে। 26আর তা দিয়ে তুমি জমায়েত-তাঁবু, শরীয়ত-সিন্দুক, 27টেবিল ও তার সমস্ত পাত্র, প্রদীপ-আসন ও তার সমস্ত পাত্র, ধূপগাহ্‌, 28পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তার সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার আসন অভিষেক করবে। 29আর এসব বস্তু পবিত্র করবে, তাতে তা অতি পবিত্র হবে; যে কেউ তা সপর্শ করে, তার পবিত্র হওয়া চাই। 30আর তুমি হারুন ও তার পুত্রদেরকে আমার ইমামের কাজ করার জন্য অভিষেক করে পবিত্র করবে। 31আর বনি-ইসরাইলকে বলবে, তোমাদের পুরুষানুক্রমে আমার জন্য তা পবিত্র অভিষেকের তেল হবে। 32মানুষের শরীরে তা ঢালা যাবে না এবং তোমরা তার দ্রব্যের পরিমাণ অনুসারে সেরকম আর কোন তেল প্রস্তুত করবে না; তা পবিত্র, তোমাদের পক্ষে পবিত্র হবে। 33যে কেউ তার মত তেল প্রস্তুত করে ও যে কেউ পরের শরীরে তার কিঞ্চিৎ দেয়, সে তার লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
সুগন্ধি দ্রব্য
34আর মাবুদ মূসাকে বললেন, তুমি তোমার কাছে সুগন্ধি দ্রব্য নেবে— গুগ্‌গুলু, নখী, কুন্দুরু; এসব সুগন্ধি দ্রব্যের ও খাঁটি লোবানের প্রত্যেকটি সমান ভাগ করে নেবে। 35আর তা দ্বারা সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া মতে করা ও লবণ মিশানো একটি খাঁটি পবিত্র সুগন্ধি ধূপ প্রস্তুত করবে। 36তার কিঞ্চিৎ চূর্ণ করে, যে জমায়েত-তাঁবুতে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো, তার মধ্যে শরীয়ত-সিন্দুকের সম্মুখে তা রাখবে; তা তোমাদের জ্ঞানে অতি পবিত্র হবে। 37এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করবে, তার দ্রব্যের পরিমাণ অনুসারে তোমরা নিজেদের জন্য তা করো না, তা তোমার জ্ঞানে মাবুদের উদ্দেশে পবিত্র হবে। 38যে কেউ ঘ্রাণ নেবার জন্য সেই রকম ধূপ প্রস্তুত করবে, সে তার লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।

Currently Selected:

হিজরত 30: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in