YouVersion Logo
Search Icon

হিজরত 15

15
বনি-ইসরাইলের বিজয়-কাওয়ালী
1তখন মূসা ও বনি-ইসরাইলেরা মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন; তাঁরা বললেন,
আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব;
কেননা তিনি মহিমান্বিত হলেন,
তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারদেরকে
সমুদ্রে নিক্ষেপ করলেন।
2মাবুদ আমার বল ও আমার গান,
তিনি আমার উদ্ধার হলেন;
তিনি আমার আল্লাহ্‌,
আমি তাঁর প্রশংসা করবো;
আমার পিতৃকূলের আল্লাহ্‌,
আমি তাঁর প্রতিষ্ঠা করবো।
3মাবুদ বীর যোদ্ধা;
মাবুদ তাঁর নাম।
4তিনি ফেরাউনের রথগুলো ও
সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করলেন;
তাঁর মনোনীত সেনানীরা লোহিত সাগরে
নিমজ্জিত হল।
5পানির রাশি তাদেরকে আচ্ছাদন করলো;
তারা অগাধ পানিতে পাথরের মত
তলিয়ে গেল।
 
6হে মাবুদ, তোমার ডান হাত
পরাক্রমে গৌরবান্বিত;
হে মাবুদ, তোমার ডান হাতখানা
দুশমন চূর্ণকারী।
7তুমি নিজের মহিমার মহত্ত্বে,
যারা তোমার বিরুদ্ধে উঠে,
তাদেরকে নিপাত করে থাকো;
তোমার প্রেরিত জ্বলন্ত গজব
শুকনো ঘাসের মত
তাদেরকে পুড়িয়ে ফেলবে।
 
8তোমার নাসিকার নিশ্বাসে পানি
রাশীকৃত হল;
সমস্ত স্রোত স্তূপের মত দণ্ডায়মান হল;
সমুদ্র-গর্ভে পানির রাশি ঘনীভূত হল।
9দুশমন বলেছিল, আমি তাদের পিছনে
তাড়া করবো,
ওদের সঙ্গ ধরে,
লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব;
ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে;
আমি তলোয়ার উন্মুক্ত করবো,
আমার হাত ওদের বিনাশ করবে।
10তুমি নিজের বায়ু দ্বারা ফুঁ দিলে,
সমুদ্র তাদেরকে আচ্ছাদন করলো;
তারা প্রবল পানিতে সীসার মত
তলিয়ে গেল।
 
11হে মাবুদ, দেবতাদের মধ্যে
কে তোমার মত?
কে তোমার মত পবিত্রতায় আদরণীয়,
প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?
12তুমি তোমার ডান হাত বাড়িয়ে দিলে,
দুনিয়া ওদেরকে গ্রাস করলো।
13তুমি যে লোকদের মুক্ত করেছ,
তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো,
তুমি তোমার পরাক্রমে তাদের
তোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।
14সমস্ত জাতি এসব শুনলো,
ভীষণ ভয়ে কাঁপতে লাগল,
ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্ত
হয়ে পড়লো।
15তখন ইদোমের দলপতিরা
ভয়ে দিশেহারা হল;
মোয়াবের নেতৃবর্গ কাঁপতে লাগল;
কেনান-নিবাসী সকলে গলে গেল।
16ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে;
তোমার বাহুবলে তারা পাথরের মত
স্তব্ধ হয়ে আছে;
যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরা
উত্তীর্ণ না হয়,
যাবৎ তোমার ক্রয় করা লোকেরা
উত্তীর্ণ না হয়।
17তুমি তাদেরকে নিয়ে যাবে,
তোমার অধিকার-পর্বতে রোপণ করবে,
হে মাবুদ, সেখানে তুমি তোমার
পবিত্র স্থান প্রস্তুত করেছ;
হে মাবুদ, সেখানে তোমার হাত
পবিত্র স্থান স্থাপন করেছে।
18মাবুদ যুগে যুগে অনন্তকাল
রাজত্ব করবেন।
19কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।
হযরত মরিয়মের কাওয়ালী
20পরে হারুনের বোন মহিলা-নবী মরিয়ম হাতে তম্বুরা নিলেন এবং তাঁর পিছনে পিছনে অন্য স্ত্রীলোকেরা সকলে তম্বুরা নিয়ে নৃত্য করতে করতে বের হল। 21তখন মরিয়ম লোকদের কাছে গাইলেন,
তোমরা মাবুদের উদ্দেশে গান কর;
কেননা তিনি মহামহিমান্বিত হলেন;
তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারকে
সমুদ্রে নিক্ষেপ করলেন।
 
আল্লাহ্‌ মরুভূমিতে খাদ্য ও পানীয় যোগান
22আর মূসা ইসরাইলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন, তাতে তারা শূর মরুভূমিতে গমন করলো। আর তারা তিন দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না। 23পরে তারা মারাতে উপস্থিত হল কিন্তু মারার পানি পান করতে পারল না, কারণ সেই পানি তিক্ত ছিল। এজন্য তার নাম মারা (তিক্ত) রাখা হল। 24তখন লোকেরা মূসার বিরুদ্ধে অভিযোগ করে বললো, আমরা কি পান করবো? 25তাতে তিনি মাবুদের কাছে কান্নাকাটি করলেন, আর মাবুদ তাঁকে একটা গাছ দেখালেন। তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হল। সেই স্থানে মাবুদ ইসরাইলের জন্য বিধান ও শাসন নিরূপণ করলেন এবং তাদের পরীক্ষা নিলেন। 26আর বললেন, তুমি যদি তোমার আল্লাহ্‌ মাবুদের কথায় সর্তকতার সঙ্গে মনোযোগ দাও, তাঁর দৃষ্টিতে যা ন্যায্য তা-ই কর, তাঁর হুকুম মান্য কর ও তাঁর সমস্ত বিধি পালন কর তবে আমি মিসরীয়দের যে সমস্ত রোগে আক্রান্ত করেছিলাম, সেসব রোগ দ্বারা তোমাকে আক্রমণ করতে দেব না; কেননা আমি মাবুদ তোমার সুস্থতাকারী।
27পরে তারা এলীমে উপস্থিত হল। সেই স্থানে পানির বারোটি ফোয়ারা ও সত্তরটি খেজুর গাছ ছিল। তারা সেই স্থানে পানির কাছে শিবির স্থাপন করলো।

Currently Selected:

হিজরত 15: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in