YouVersion Logo
Search Icon

আমোজ 1

1
ভিন্ন ভিন্ন জাতির উপরে আল্লাহ্‌র শাসন
1আমোজের কথা। তিনি তকোয়স্থ ভেড়ার পালকদের এক জন ছিলেন; তিনি এহুদার বাদশাহ্‌ উষিয়ের কালে এবং যোয়াশের পুত্র ইসরাইলের বাদশাহ্‌ ইয়ারাবিমের কালে, ভূমিকম্পের দু’বছর আগে, ইসরাইল সম্বন্ধে এসব দর্শন পান।
2তিনি বললেন, মাবুদ সিয়োন থেকে গর্জন করবেন, জেরুশালেম থেকে তাঁর কণ্ঠস্বর শোনাবেন; তাতে ভেড়ার রাখালদের চারণভূমিগুলো শোক করবে হবে, কর্মিলের শিখর শুকিয়ে যাবে।
3মাবুদ এই কথা বলেন, দামেস্কের তিনটা অধর্মের কারণে,
এমন কি, চারটা অধর্মের জন্য আমি তার দণ্ড নিবারণ করবো না,
কেননা তারা লোহার শস্য-মাড়াই যন্ত্রে গিলিয়দকে মাড়াই করেছে;
4অতএব আমি হসায়েল-কুলে আগুন নিক্ষেপ করবো,
তা বিন্‌হদদের অট্টালিকাগুলো গ্রাস করবে।
5আর আমি দামেস্কের অর্গল ভেঙ্গে ফেলবো, আবনের উপত্যকা থেকে সেখানকার নিবাসীকে ও বৈৎ-এদন থেকে রাজদণ্ডধারীকে মুছে ফেলব; এবং অরামের লোকেরা বন্দী হয়ে কীরে যাবে; মাবুদ এই কথা বলেন।
6মাবুদ এই কথা বলেন,
গাজার তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্য
আমি তার দণ্ড নিবারণ করবো না,
কেননা তারা ইদোমের হাতে তুলে দেবার জন্য
সমস্ত লোককে বন্দী করে নিয়ে গিয়েছিল;
7অতএব আমি গাজার প্রাচীরে আগুন নিক্ষেপ করবো,
তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।
8আর আমি অস্‌দোদ থেকে সেখানকার নিবাসীকে ও অস্কিলোন থেকে রাজদণ্ড-ধারীকে মুছে ফেলব; ইক্রোণের বিপক্ষে আমার হাত বাড়িয়ে দেবো, আর ফিলিস্তিনীদের অবশিষ্টাংশও বিনষ্ট হবে; এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
9মাবুদ এই কথা বলেন,
টায়ারের তিনটা অধর্মের জন্য, এমন কি, চারটা অধর্মের জন্য
আমি তার দণ্ড নিবারণ করবো না,
কেননা তারা সমস্ত লোককে ইদোমের হাতে তুলে দিয়েছিল,
ভ্রাতৃ-নিয়ম স্মরণ করলো না।
10অতএব আমি টায়ারের প্রাচীরে আগুন নিক্ষেপ করবো,
তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।
11মাবুদ এই কথা বলেন,
ইদোমের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্য
আমি তার দণ্ড নিবারণ করবো না;
কেননা সে তলোয়ার নিয়ে আপন ভাইকে তাড়না করেছিল, করুণার বিরুদ্ধাচরণ করেছিল; তার ক্রোধ নিত্য জ্বলে উঠতো, তার কোপ সব সময় প্রস্তুত থাকতো;
12অতএব আমি তৈমনের উপরে আগুন নিক্ষেপ করবো,
তা বস্রার অট্টালিকাগুলো গ্রাস করবে।
13মাবুদ এই কথা বলেন,
অম্মোনীয়দের তিনটা অধর্মের কারণে, এমন কি, চারটা অধর্মের জন্য
আমি তাদের দণ্ড নিবারণ করবো না;
কেননা তারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীলোকদের উদর বিদীর্ণ করেছিল, যেন নিজেদের সীমা সম্প্রসারণ করতে পারে;
14অতএব আমি রব্বার প্রাচীরে আগুন জ্বালাবো,
তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে,
যুদ্ধের দিনে সিংহনাদ হবে, ঘূর্ণিবাতাস দিনে প্রচণ্ড ঝটিকা হবে;
15আর তাদের বাদশাহ্‌ ও তার কর্মকর্তারা একসঙ্গে নির্বাসনে যাত্রা করবে; মাবুদ এই কথা বলেন।

Currently Selected:

আমোজ 1: BACIB

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in