YouVersion Logo
Search Icon

প্রেরিত্‌ ভূমিকা

ভূমিকা
প্রেরিত্‌দের কাজ নামে বইটি হল লূকের লেখা সুখবরটি চালিয়ে যাওয়া। এই বইটিকে পবিত্র আত্মার কাজও বলা যায়। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত ও শক্তিমান হয়ে যীশুর প্রথম শিষ্যেরা সেই সময়কার পরিচিত জগতের কাছে সুখবর পৌঁছিয়ে দিয়েছিলেন (১:৮ পদ) খ্রীষ্টীয় মণ্ডলীর ইতিহাস লূকই প্রথম আমাদের জানিয়েছেন। যিরূশালেমের প্রথম মণ্ডলীর বৃদ্ধি ও রোমীয় সাম্রাজ্যের রাজধানী রোম পর্যন্ত তার বিস্তৃতি সম্বন্ধে এই ইতিহাস থেকেই জানতে পারা যায়। ১-১২ অধ্যায়ের মধ্যে পিতর ছিলেন প্রধান চরিত্র; ১৩-২৮ অধ্যায়ে দেখা যায় প্রাথমিক খ্রীষ্টানদের মধ্যে পৌল হয়ে উঠেছিলেন প্রধান চরিত্র।
বিষয় সংক্ষেপ:
(ক) খ্রীষ্ট সম্বন্ধে সাক্ষ্যদানের জন্য প্রস্তুতি (১ অধ্যায়)
(খ) যিরূশালেমে সাক্ষ্যদান (২:১-৮:৩ পদ)
(গ) যিহূদিয়াতে ও শমরিয়াতে সাক্ষ্যদান (৮:৪-১২:২৫ পদ)
(ঘ) দূর-দূরান্তে প্রেরিত্‌ পৌলের সাক্ষ্যদান (১৩-২৮ অধ্যায়)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in