সোলায়মানের শীর ভূমিকা

ভূমিকা
প্রথম বাদশাহ্‌নামা ৪:৩২ আয়াত অনুসারে বাদশাহ্‌ সোলায়মান (আঃ) ১০০৫টি গজল লিখেছিলেন। এই গজলগুলোকে হিব্রু ভাষায় শীর বলা হয়। সেই গজলগুলোর মধ্যে এই গজলটি সবচেয়ে সুন্দর। ইহুদীরা তাদের সবচেয়ে বড় ঈদ, অর্থাৎ উদ্ধার-ঈদের সময় এই কিতাবটি তেলাওয়াত করে। বিয়ের সম্বন্ধের মধ্যে যেন সত্যিকারের ভালবাসা ও পবিত্রতা রক্ষা করা হয় সোলায়মান নামক কিতাবটি তাতে উৎসাহ দান করে। সোলায়মান নামক কিতাবটি ঠিকভাবে বুঝতে পারলে বিয়ে সম্বন্ধে ঈমানদারের জ্ঞান বৃদ্ধি পাবে। মুনাজাত করে কিতাবটি তেলাওয়াত করা দরকার। আমরা যখন বিয়ের সম্বন্ধে ভাল করে বুঝতে পারব তখন আল্লাহ্‌র সংগে তাঁর বান্দাদের সম্বন্ধও ভাল করে বুঝতে পারব (হোসিয়া ২:১৯-২৩ ও ইফিষীয় ৫:২৩-৩২ আয়াত দেখুন)।
বিষয় সংক্ষেপ:
(ক) বিয়ের আগে পরসপরকে জানা (১:১-৩:৫ আয়াত)
(খ) বিয়ের পরে সহবাস করা (৩:৬-৫;১ আয়াত)
(গ) পরসপরের মধ্যে অমিল ও আবার মিল হওয়া (৫:২-৮:৪ আয়াত)
(ঘ) ভালবাসার প্রমাণ ও ওয়াদা (৮:৫-১৪ আয়াত)

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.