সোলায়মানের শীর 8
8
1আহা, যদি তুমি আমার ভাইয়ের মত হতে
যে আমার মায়ের দুধ খেয়েছে!
তাহলে আমি তোমাকে বাইরে পেলেও
চুম্বন করতে পারতাম,
কেউ আমাকে কিছু বলতে পারত না;
2তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে
আমার মায়ের ঘরে নিয়ে আসতাম,
আর তুমি আমাকে শিক্ষা দিতে।
আমি তোমাকে খোশবু মসলা-দেওয়া আংগুর-রস খেতে দিতাম,
খেতে দিতাম আমার ডালিমের মিষ্টি রস।
3আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত,
আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।
4হে জেরুজালেমের মেয়েরা,
আমি তোমাদের অনুরোধ করে বলছি,
তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না
যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
বন্ধুদের কথা:
5তার প্রিয়ের উপর ভর দিয়ে
মরুভূমি থেকে যে আসছে সে কে?
প্রিয়ার কথা:
আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম;
তোমার মা ওখানেই প্রসব-যন্ত্রণা ভোগ করে
তোমাকে জন্ম দিয়েছিলেন।
6সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার দিলে
আর তোমার হাতে রাখ;
কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী,
পাওনা ভালবাসার আগ্রহ কবরের মতই হার মানে না।
তা জ্বলন্ত আগুনের মতই জ্বলতে থাকে,
জ্বলতে থাকে জোরালো শিখার মত।
7বন্যার পানিও ভালবাসাকে নিভাতে পারে না;
সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে।
ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয়
তবে তা হবে খুবই তুচ্ছ।
বন্ধুদের কথা:
8আমাদের একটা ছোট বোন আছে,
তার বুক দু’টা এখনও বড় হয় নি।
সেদিন আমরা কি করব
যেদিন তার বিয়ের কথাবার্তা হবে?
9সে যদি দেয়াল হত
তবে আমরা তার উপরে রূপা দিয়ে
উঁচু পাহারা-ঘর তৈরী করতাম।
যদি সে দরজা হত
তবে এরস কাঠের পাল্লা দিয়ে
আমরা তাকে বন্ধ করে রাখতাম।
প্রিয়ার কথা:
10আমি তো একটা দেয়াল,
আর আমার বুক দু’টা উঁচু পাহারা-ঘরের মত।
আমি তাঁর চোখে তেমনই হলাম
যা তৃপ্তি আনতে পারে।
11বাল-হামোনে সোলায়মানের একটা আংগুর ক্ষেত আছে;
তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন।
তার ফলের দাম হিসাবে
প্রত্যেককে বারো কেজি রূপা দিতে হয়।
12আমার নিজের আংগুর ক্ষেত আছে, যা কেবল আমিই দিতে পারি।
হে সোলায়মান, সেই বারো কেজি রূপা তোমারই থাকুক,
কিন্তু আড়াই কেজি থাকুক তাদের জন্য
যারা ফলের দেখাশোনা করেছে।
প্রিয়ের কথা:
13তুমি তো বাগানে বাগানে থাক;
তোমার বন্ধুরা তোমার গলার আওয়াজ শোনে,
আমাকেও তা শুনতে দাও।
প্রিয়ার কথা:
14প্রিয় আমার, চলে এস;
খোশবু মসলা-ভরা পাহাড়ের উপরে
তুমি হও কৃষ্ণসারের মত
কিংবা হরিণের বাচ্চার মত।
Zur Zeit ausgewählt:
সোলায়মানের শীর 8: MBCL
Markierung
Teilen
Kopieren

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006