সোলায়মানের শীর 6

6
বন্ধুদের কথা:
1হে সেরা সুন্দরী, তোমার প্রিয় কোথায় গেছেন?
তিনি কোন্‌ দিকের পথ ধরেছেন?
বল, যাতে আমরা তোমার সংগে তাঁর খোঁজ করতে পারি।
প্রিয়ার কথা:
2আমার প্রিয় গেছেন তাঁর বাগানে
খোশবু মসলার বীজতলায়;
গেছেন খেয়ে বেড়াবার জন্য
আর লিলি ফুল তুলবার জন্য।
3আমি আমার প্রিয়েরই এবং তিনি আমারই,
তিনি লিলি ফুলের বনে চরেন।
প্রিয়ের কথা:
4প্রিয়া আমার, তুমি তির্সা শহরের মত সুন্দরী,
জেরুজালেমের মত চমৎকার;
নিশান উড়ানো সৈন্যদলের মত তোমার জাঁকজমক।
5আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও;
ও দু’টা আমাকে ব্যাকুল করে তোলে।
তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে
নেমে আসা ছাগলের পাল।
6তোমার দাঁতগুলো যেন গোসল করে আসা ভেড়ীর পাল;
তাদের প্রত্যেকটারই জোড়া আছে,
কোনটাই হারিয়ে যায় নি।
7ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ
যেন আধখানা করা ডালিম।
8ষাটজন রাণী, আশিজন উপস্ত্রী
আর অসংখ্য মেয়ে থাকতে পারে,
9কিন্তু আমার ঘুঘু, আমার নিখুঁত জনের মত আর কেউ নেই।
সে তার মায়ের একমাত্র মেয়ে,
যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে।
মেয়েরা তাকে দেখে বলল, ধন্যা
আর রাণীরা ও উপস্ত্রীরা তার প্রশংসা করলেন।
10তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়,
চাঁদের মত সুন্দরী,
সূর্যের মত উজ্জ্বল,
আর নিশান উড়ানো সৈন্যদলের মত যার জাঁকজমক?”
প্রিয়ার কথা:
11উপত্যকার নতুন চারাগুলো দেখতে,
আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না দেখতে,
আর ডালিম গাছে ফুল ফুটেছে কি না দেখতে
আমি নেমে বাদাম গাছের বনে গেলাম।
12আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা
আমাকে আমার জাতির বাদশাহ্‌র রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিল।
বন্ধুদের কথা:
13হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস;
আমরা যেন তোমাকে দেখতে পাই
সেইজন্য ফিরে এস, ফিরে এস।
প্রিয়ার কথা:
তোমরা মহনয়িমের নাচ দেখার মত করে
কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.