সোলায়মানের শীর 4

4
প্রিয়ের কথা:
1প্রিয়া আমার, কি সুন্দরী তুমি!
হ্যাঁ, তুমি সুন্দরী।
ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত।
তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে
নেমে আসা ছাগলের পাল।
2তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মত
যারা এইমাত্র লোম ছাটাই হয়ে গোসল করে এসেছে।
তাদের প্রত্যেকটারই জোড়া আছে,
কোনটাই হারিয়ে যায় নি!
3তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল;
কি সুন্দর তোমার মুখ!
ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
4তোমার গলা যেন দাউদের উঁচু পাহারা-ঘরের মত লম্বা;
তাতে ঝুলানো রয়েছে এক হাজার ঢাল,
তার সবগুলোই যোদ্ধাদের।
5তোমার বুক দু’টা যেন লিলি ফুলের বনে চরে বেড়ানো
কৃষ্ণসারের যমজ বাচ্চা।
6যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায়
ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে, হ্যাঁ, ধূপের পাহাড়ে থাকব।
7প্রিয়া আমার, তোমার শরীরের সব কিছুই সুন্দর,
তোমার মধ্যে কোন খুঁত নেই।
8বিয়ের কনে আমার, লেবানন থেকে আমার সংগে এস,
আমারই সংগে লেবানন থেকে এস।
অমানার চূড়া থেকে, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে,
সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে
তুমি নেমে এস।
9প্রিয়া আমার, কনে আমার, তুমি আমার মন চুরি করেছ;
তোমার এক পলকের চাহনি দিয়ে,
তোমার গলার হারের একটা মণি দিয়ে
তুমি আমার মন চুরি করে নিয়েছ।
10প্রিয়া আমার, কনে আমার,
তোমার ভালবাসা কত আনন্দ দেয়!
আংগুর-রসের চেয়ে তোমার ভালবাসা,
আর সমস্ত মসলার চেয়ে তোমার খোশবুর সুন্দর গন্ধ
আরও কত না বেশী ভাল!
11কনে আমার, তোমার ঠোঁট থেকে
ফোঁটা ফোঁটা মধু ঝরে।
তোমার জিভের তলায় আছে দুধ আর মধু;
তোমার কাপড়ের গন্ধ লেবাননের বনের গন্ধের মত।
12প্রিয়া আমার, কনে আমার,
তুমি যেন দেয়াল-ঘেরা একটা বাগান;
তুমি যেন আট্‌কে রাখা ঝর্ণা, বন্ধ করে রাখা ঝর্ণা।
13তুমি যেন সুন্দর একটা ডালিমের বাগান;
সেখানে আছে ভাল ভাল ফল,
মেহেদী আর খোশবু লতা।
14আছে জটামাংসী, জাফরান, বচ, দারচিনি
আর সব রকম ধূপের গাছ;
সেখানে আছে গন্ধরস, অগুরু
আর সব চেয়ে ভাল নানা রকম খোশবু মসলা।
15তুমি যেন বাগানের ঝর্ণা,
যেন উপ্‌চে পড়া পানির কূয়া,
যেন লেবানন থেকে নেমে আসা স্রোত।
প্রিয়ার কথা:
16উত্তুরে হাওয়া জাগো, এসো দখিনা বাতাস।
আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও
যাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে।
আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে
তার ভাল ভাল ফল খান।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.