শুমারী 24

24
1বালাম যখন দেখলেন যে, বনি-ইসরাইলদের দোয়া করাই মাবুদের ইচ্ছা তখন তিনি অন্যান্য বারের মত জাদুমন্ত্রের সাহায্য নেবার চেষ্টা করলেন না। তিনি মরুভূমির দিকে তাঁর মুখ ফিরালেন। 2তিনি চেয়ে দেখলেন, বনি-ইসরাইলদের বিভিন্ন গোষ্ঠীর তাম্বু পর পর খাটানো রয়েছে। তখন আল্লাহ্‌র রূহ্‌ তাঁর উপর আসলেন, 3আর তিনি আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:
“বাউরের ছেলে বালাম এই কথা বলছে,
যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
4যে লোক আল্লাহ্‌র কালাম শুনছে
আর সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,
যে সেজদায় পড়েছে
আর যার চোখের ঠুলি খুলে গেছে,
5সে এই কথা বলছে:
হে ইয়াকুব, তোমার তাম্বুগুলো কি সুন্দর!
হে ইসরাইল, কি সুন্দর তোমার থাকবার জায়গা!
6সেগুলো পড়ে আছে উপত্যকার মত,
পড়ে আছে নদীর ধারের বাগানের মত,
মাবুদের লাগানো অগুরু গাছের মত,
পানির ধারের এরস গাছের মত।
7ভারে বওয়া কলসী থেকে পানি উপ্‌চে পড়বে,
তাদের বীজ অনেক পানি পেতে থাকবে।
তাদের বাদশাহ্‌ হবে অগাগের চেয়েও মহান,
তাদের রাজ্য মহিমায় অনেক উঁচুতে থাকবে।
8আল্লাহ্‌ মিসর থেকে তাদের বের করে এনেছেন,
তিনিই তাদের পক্ষে বুনো ষাঁড়ের শক্তির মত।
তাদের বিরুদ্ধে যে সব জাতি দাঁড়াবে
তারা তাদের গিলে ফেলবে,
তাদের হাড় টুকরা টুকরা করবে,
তীর দিয়ে তাদের বিঁধে ফেলবে।
9সিংহ ও সিংহীর মত তারা গুঁড়ি মারবে আর শুয়ে পড়বে,
তখন কে তাদের জাগাতে সাহস করবে?
যারা তোমাদের দোয়া করে
তাদের উপর তেমনি দোয়া পড়ুক;
আর যারা বদদোয়া দেয়,
তাদের উপর তেমনি বদদোয়া পড়ুক।”
10এই কথা শুনে বালাক বালামের উপর রেগে আগুন হয়ে উঠলেন। তিনি হাতে হাত চাপড়ে তাঁকে বললেন, “আমার শত্রুদের বদদোয়া দেবার জন্য আমি আপনাকে ডেকে এনেছিলাম কিন্তু এই নিয়ে তিনবার আপনি তাদের দোয়া করলেন। 11আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু মাবুদ তা আপনাকে পেতে দিলেন না।”
12জবাবে বালাম বালাককে বললেন, “আমি কি আপনার পাঠানো লোকদের বলি নি যে, 13যদিও বালাক সোনা-রূপায় ভরা রাজবাড়ীটা আমাকে দেন তবুও আমার নিজের ইচ্ছায় আমি ভাল-মন্দ কিছুই করতে পারব না বা মাবুদের হুকুমের বাইরে যেতে পারব না, আর মাবুদ যা বলবেন কেবল তা-ই আমাকে বলতে হবে? 14আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে।”
বালামের মুখে আল্লাহ্‌র দেওয়া চতুর্থ ভবিষ্যদ্বাণী
15বালাম তখন আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:
“বাউরের ছেলে বালাম এই কথা বলছে,
যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
16যে লোক আল্লাহ্‌র কালাম শুনছে
আর আল্লাহ্‌তা’লার কাছ থেকে জ্ঞান পাচ্ছে,
যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,
যে সেজদায় পড়েছে,
আর যার চোখের ঠুলি খুলে গেছে,
সে এই কথা বলছে:
17‘এখন না হলেও আমি তাঁকে দেখতে পাচ্ছি,
যদিও তিনি কাছে নন
তবুও তাঁর উপর আমার চোখ পড়ছে।
একটা তারা উঠবে ইয়াকুবের বংশে,
একটা রাজদণ্ড উঠবে ইসরাইল জাতির মধ্য থেকে।
মোয়াবীয়দের আর শিসের সন্তানদের মাথা
তিনি চুরমার করে দেবেন।
18শত্রুরা ইদোমকে, অর্থাৎ সেয়ীরকে দখল করবে,
কিন্তু বনি-ইসরাইলরা বীরের মত কাজ করবে।
19ইয়াকুবের বংশ থেকে একজন শাসনকর্তা আসবেন,
শহরের বাকী বেঁচে থাকা ইদোমীয়দের
তিনি ধ্বংস করে ফেলবেন।’ ”
বালামের মুখে আল্লাহ্‌র দেওয়া শেষ ভবিষ্যদ্বাণী
20আমালেকীয়দের দেখে বালাম আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:
“সব জাতির মধ্যে আমালেকীয়রা ছিল প্রধান,
কিন্তু ধ্বংসেই তার শেষ হবে।”
21তারপর বালাম কেনীয়দের দেখে আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:
“তোমাদের থাকবার জায়গা চিরস্থায়ী;
পাহাড়ে তোমাদের বাসা রয়েছে।
22কিন্তু কেনীয়রা, শেষে তোমরা ধ্বংস হয়ে যাবে;
আশেরিয়া কতকাল তোমাদের আর বন্দী করে রাখবে?”
23তারপর বালাম আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:
“হায়! আল্লাহ্‌ যখন এই সব করবেন,
তখন কি কেউ বেঁচে থাকতে পারবে?
24সাইপ্রাস দ্বীপের কিনারা থেকে জাহাজ এসে
দমন করবে আশেরীয় আর আবেরীয়দের;
কিন্তু সাইপ্রাসের লোকেরা ধ্বংস হয়ে যাবে।”
25এর পর বালাম উঠে বাড়ীর দিকে রওনা হলেন আর বালাকও তাঁর নিজের পথে চলে গেলেন।

Zur Zeit ausgewählt:

শুমারী 24: MBCL

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.