ইশাইয়া 11
11
ইয়াসিরের একটা চারা গাছ
1ইয়াসিরের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন;
তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।
2তাঁর উপর থাকবেন
মাবুদের রূহ্,
জ্ঞান ও বুঝবার রূহ্,
পরামর্শ ও শক্তির রূহ্,
বুদ্ধি ও মাবুদের প্রতি ভয়ের রূহ্।
3তিনি মাবুদের প্রতি ভয়ে আনন্দিত হবেন।
তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না,
কিংবা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;
4কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,
আর দুনিয়ার গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।
লাঠির মত করে তিনি মুখের কথায় দুনিয়াকে আঘাত করবেন,
আর দুষ্টদের হত্যা করবেন তাঁর মুখের শ্বাসে।
5সততা হবে তাঁর কোমর-বাঁধনি
আর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।
6নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে,
চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে;
গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে,
আর ছোট ছেলে তাদের চরাবে।
7গরু ও ভল্লুক একসংগে চরবে,
আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে;
সিংহ গরুর মত খড় খাবে।
8কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে,
আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।
9আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায়
কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না,
কারণ সমুদ্র যেমন পানিতে পরিপূর্ণ থাকে
তেমনি মাবুদের বিষয়ে জ্ঞানে দুনিয়া পরিপূর্ণ হবে।
10সেই দিন ইয়াসিরের মূল সব জাতির জন্য নিশানের মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জমায়েত হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে। 11সেই দিন দীন-দুনিয়ার মালিক তাঁর বেঁচে থাকা বান্দাদের আশেরিয়া থেকে, মিসর ও পথ্রোষ থেকে, ইথিওপিয়া, ইলাম, ব্যাবিলন, হামা ও দ্বীপগুলো থেকে উদ্ধার করে আনবার জন্য দ্বিতীয়বার তাঁর হাত বাড়িয়ে দেবেন।
12তিনি জাতিদের জন্য একটা নিশান তুলবেন আর বিদেশে বন্দী থাকা বনি-ইসরাইলদের জমায়েত করবেন; এহুদার ছড়িয়ে থাকা লোকদের তিনি দুনিয়ার চারদিক থেকে একত্র করবেন। 13আফরাহীমের হিংসা দূর হয়ে যাবে এবং এহুদার শত্রুভাব আর থাকবে না। আফরাহীম এহুদার উপর হিংসা করবে না, এহুদাও আফরাহীমের সংগে শত্রুতা করবে না। 14তারা পশ্চিম দিকে ফিলিস্তিনীদের দেশের ঢালু জায়গায় ছোঁ মারবে, তাঁরা একসংগে পূর্ব দিকের দেশ লুট করবে। তারা ইদোম ও মোয়াব দখল করে নেবে আর অম্মোনীয়রা তাদের অধীন হবে। 15মাবুদ সুয়েজ উপসাগর শুকিয়ে ফেলবেন; তিনি গরম শুকনা বাতাস দিয়ে ফোরাত নদীর উপরে তাঁর শক্তি দেখাবেন। তিনি সেটা ভাগ করে সাতটা নালা বানাবেন, যাতে লোকে জুতা পায়ে পার হতে পারে। 16মিসর থেকে বের হয়ে আসবার সময় যেমন বনি-ইসরাইলদের জন্য একটা পথ হয়েছিল তেমনি তাঁর বেঁচে থাকা বান্দাদের জন্য আশেরিয়া থেকে একটা রাজপথ হবে।
Zur Zeit ausgewählt:
ইশাইয়া 11: MBCL
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006