দ্বিতীয় বিবরণ 33
33
বনি-ইসরাইলদের প্রতি হযরত মূসা (আঃ)-এর শেষ দোয়া
1আল্লাহ্র বান্দা মূসা ইন্তেকাল করবার আগে বনি-ইসরাইলদের এই বলে দোয়া করেছিলেন,
2“মাবুদ তুর পাহাড় থেকে আসলেন,
তিনি সেয়ীর থেকে তাদের উপর আলো দিলেন;
তাঁর আলো পারণ পাহাড় থেকে ছড়িয়ে পড়ল।
তিনি লক্ষ লক্ষ পবিত্র ফেরেশতাদের মাঝখান থেকে আসলেন;
তাঁর ডান হাতে রয়েছে তাদের জন্য আগুন ভরা আইন।
3“সত্যিই তিনি তাঁর নিজের বান্দাদের মহব্বত করেন।
পবিত্র ফেরেশতারা তাঁর অধীনে রয়েছেন,
তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন;
তাঁরই কাছে তাঁরা হুকুম পান।
4আমাদের কাছে মূসা যে শরীয়ত দিয়েছিলেন,
সেটাই হল ইয়াকুব-গোষ্ঠীর ধন।
5যখন ইসরাইলীয় সর্দারেরা জমায়েত হলেন,
তাদের সংগে ইসরাইলীয় সব গোষ্ঠী জমায়েত হল,
তখন মাবুদই ছিলেন ইসরাইলের বাদশাহ্।”
বারো গোষ্ঠির প্রতি দোয়া
6রূবেণ সম্বন্ধে মূসা বলেছিলেন,
“রূবেণকে বাঁচিয়ে রাখ, মৃত্যু তার দূরে রাখ;
তার লোকসংখ্যা যেন কম থাকে।”
7এহুদা সমন্ধে তিনি বলেছিলেন,
“হে মাবুদ, তুমি এহুদার কথা শোন;
তার লোকদের মধ্যে তাকে ফিরিয়ে আন।
তার নিজের দু’হাত সে যুদ্ধে লাগায়;
শত্রুর বিরুদ্ধে তুমি তার সহায় হও।”
8লেবি সম্বন্ধে তিনি বলেছিলেন,
“তোমার ভক্তের কাছে তোমার তূম্মীম ও ঊরীম আছে;
মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে,
মরীবার পানির কাছে তার সংগে ঝগড়া করেছিলে।
9নিজের পিতা-মাতাকে বড় করে না দেখে,
নিজের ভাইদের স্বীকার না করে,
নিজের ছেলেমেয়েদের অস্বীকার করে,
সে তোমার কালাম পাহারা দিয়েছে
আর তোমার ব্যবস্থা রক্ষা করেছে।
10তোমার হুকুম সে ইয়াকুবকে শিখায়,
আর শরীয়ত শিখায় ইসরাইলকে।
সে তোমার সামনে ধূপ জ্বালায়,
তোমার কোরবানগাহের উপরে পোড়ানো-কোরবানী দেয়।
11হে মাবুদ, তুমি তার সম্পত্তিতে দোয়া কর,
তার সব কাজে তুমি খুশী হও।
তুমি তার শত্রুর কোমর ভেংগে দাও;
যারা তাকে ঘৃণা করে তাদের কোমর ভেংগে দাও,
যেন তারা আর দাঁড়াতে না পারে।”
12বিন্ইয়ামীন সম্বন্ধে তিনি বলেছিলেন,
“মাবুদ যাকে মহব্বত করেন
সে নিরাপদে তাঁর কাছে থাকবে;
তিনি সব সময় তাকে আড়ালে রাখেন;
তাঁরই পিঠের উপর তার স্থান।”
13ইউসুফ সম্বন্ধে তিনি বলেছিলেন,
“মাবুদ তার দেশকে যেন দোয়া করেন
আসমানের মহামূল্য শিশির দিয়ে,
মাটির নীচের পানি দিয়ে,
14সূর্যের সেরা দান দিয়ে,
মৌসুমের সেরা ফসল দিয়ে,
15পুরানো পাহাড়ের সম্পদ দিয়ে,
চিরকালের পাহাড়ের ধন দিয়ে,
16ভরা দুনিয়ার ভাল ভাল জিনিস দিয়ে,
আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর রহমত দিয়ে।
ইউসুফের মাথায় এই সব দোয়া ঝরে পড়ুক;
ভাইদের মধ্যে যে মহৎ তাঁরই মাথায় ঝরে পড়ুক
এই সব দোয়া।
17তার মহিমা প্রথমে জন্মানো ষাঁড়ের মত,
তার মাথায় রয়েছে বুনো ষাঁড়ের শিং।
তা দিয়ে সে গুঁতাবে দুনিয়ার সব জাতিকে,
এমন কি, এর শেষ সীমানার জাতিকেও।
এই রকমই হবে আফরাহীমের লক্ষ লক্ষ
আর মানশার হাজার হাজার লোক।”
18সবূলূন সম্বন্ধে তিনি বলেছিলেন,
“সবূলূন বাইরের কাজে খুশী হোক,
আর ইষাখর খুশী হোক ঘরের কাজে।
19লোকদের তারা পাহাড়ের ধারে ডাকবে;
সেখানে যোগ্য মনোভাব নিয়ে তারা পশু-কোরবানী দেবে।
সাগর থেকে তারা তুলবে সাগরের ধন,
আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
20গাদ সম্বন্ধে তিনি বলেছিলেন,
“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমা বাড়াবেন।
সে সিংহের মত বসবে
আর শত্রুর মাথা ও হাত ছিঁড়বে।
21সব জায়গার সেরা জায়গা সে বেছে নিয়েছে;
নেতার যোগ্য পাওনা তার জন্য রাখা আছে।
যুদ্ধে জমায়েত হওয়া সর্দারদের মধ্যে
সে-ই মাবুদের ন্যায়-ভরা হুকুম পালন করেছে,
পালন করেছে ইসরাইলকে দেওয়া মাবুদের নিয়ম।”
22দান সম্বন্ধে তিনি বলেছিলেন,
“সে যেন বাশন থেকে লাফিয়ে আসা সিংহের বাচ্চা।”
23নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন,
“নপ্তালি মাবুদের মমতায় পূর্ণ;
তাঁরই দোয়ায় সে পূর্ণ হয়ে উঠেছে।
তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এস
গালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
24আশের সম্বন্ধে তিনি বলেছিলেন,
“আশের অন্যের চেয়ে বেশী দোয়া পাবে;
সে যেন ভাইদের প্রিয় হয়,
তার পা দু’খানা যেন জলপাই তেলের মধ্যে ডুবে থাকে।
25লোহা আর ব্রোঞ্জের আগল দিয়ে
তার সদর দরজা বাঁধা থাকবে।
যতদিন সে বেঁচে থাকবে
ততদিন তার গায়ে শক্তি থাকবে।”
26মূসা বলেছিলেন, “ইসরাইলের আল্লাহ্র মত আর কেউ নেই।
তোমার সাহায্যকারী হবার জন্য মেঘের উপর চড়ে
নিজের মহিমায় তিনি আসমান-পথে চলেন।
27যিনি আদিকালের আল্লাহ্ তিনিই তোমার আশ্রয়;
তাঁর চিরকালের হাতে তিনিই তোমাকে ধরে আছেন।
তোমার সামনে যত শত্রু আছে
তিনি তাদের তাড়িয়ে দেবেন;
তিনি বলবেন, ‘এদের ধ্বংস কর।’
28ইসরাইল জাতি তাই নিরাপদে থাকবে।
ইয়াকুবের ঝর্ণা থাকবে বিপদ-সীমার বাইরে;
সেখানে থাকবে প্রচুর শস্য ও নতুন আংগুর-রস,
তার উপরে আকাশের শিশির ঝরে পড়বে।
29হে ইসরাইল জাতি, ধন্য তুমি!
তুমিই মাবুদের উদ্ধার-করা জাতি,
তোমার মত আর কোন জাতি নেই।
তিনিই তোমার সাহায্যের ঢাল,
তোমার গৌরবের তলোয়ার।
শত্রুরা তোমার সামনে থর থর করে কাঁপবে,
আর তুমি তাদের পিঠ মাড়িয়ে চলে যাবে।”
Zur Zeit ausgewählt:
দ্বিতীয় বিবরণ 33: MBCL
Markierung
Teilen
Kopieren
Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006